পঞ্চায়েতের মনোনয়ন জমা নিয়ে বাড়ল অশান্তি। রাজভবনে নালিশ বিজেপির। নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের। পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অমর্ত্য সেনের হেনস্তার প্রতিবাদে সরব দেশবিদেশের বিশিষ্টরা। উপাচার্যের বিরুদ্ধে চিঠি রাষ্ট্রপতিকে। সমস্যা না মিটলে বয়কট করবেন এশিয়ান গেমস। মহাপঞ্চায়েত থেকে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি প্রতিবাদী কুস্তিগিরদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার অস্ট্রেলিয়ার। জয় পেতে ৪৪৪ রান তাড়ার টার্গেট টিম ইন্ডিয়ার।
হেডলাইন:
আরও শুনুন: 8 জুন 2023: বিশেষ বিশেষ খবর- ৮ জুলাই রাজ্যজুড়ে একদফায় পঞ্চায়েত ভোট, ঘোষণা কমিশনের
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া ঘিরে অশান্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমনকি মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন বলেও অভিযোগ। মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিনে আরও বাড়ল রাজ্যের অস্থিরতা। এই পরিস্থিতিতে নালিশ জানাতে সরাসরি রাজভবনে যায় বঙ্গবিজেপির প্রতিনিধিদল। আর তাঁদের সঙ্গে কথা বলার পরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
শনিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের ডোমকল, আসানসোলের বারাবনি, কাটোয়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুর। বীরভূমের লাভপুরে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিরোধীদের দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল তাঁদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে একজোট হওয়ার চিহ্ন নেই বিরোধীদের মধ্যে। বায়রন বিশ্বাসের দলবদলের পর কংগ্রেসের উপর ভরসা না করে বিভিন্ন জেলা পরিষদে একতরফাই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। তবে তৃণমূলের হামলা নিয়ে অভিযোগ তুলেছে রাম, কংগ্রেস ও বিজেপি সব দলই। এই পরিস্থিতিতে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়িয়েছে রাজ্য বিজেপি। বিজেপির অভিযোগের পর ভোটে নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। কমিশনারের সঙ্গেও কথা বলেছেন তিনি। ইতিমধ্যেই অশান্তিপ্রবণ এলাকাগুলির জেলাশাসকদের থেকে রিপোর্ট তলব করেছেন কমিশনার। পাশাপাশি পুলিশ সুপারদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজীব সিনহা।
2. পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে বাড়ছে অশান্তি। রাজ্যের শাসকদলের দিকেই উঠছে অভিযোগের আঙুল। এমনকি খোদ রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছে বঙ্গবিজেপি। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের ফের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বার্তা দিলেন প্রশাসনের উদ্দেশেও।
শনিবার নদিয়ার নবজোয়ার কর্মসূচি শেষ করে উত্তর ২৪ পরগনায় ঢুকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কল্যাণী থেকে তাঁর হুঁশিয়ারি, “দলের তরফ থেকে নির্দেশ, কেউ এই ধরনের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না।” জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “প্রশাসনকেও বলা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। মনোনয়ন জমা করতে না পারলে তৃণমূলকে জানান। দলের তরফে মনোনয়ন জমা করার ব্যবস্থা করা হবে।” এদিনই রাজ্যপালের প্রশ্নের মুখে পড়ার পর জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। এর মধ্যে দলীয় কর্মীদেরও সংযত থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।