পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের। ৮ জুলাই একদফায় ভোটগ্রহণ হবে রাজ্যজুড়ে। ১১ জুলাই সম্ভাবনা ভোট গণনার। সিবিআই-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডিরও। ইডির তলবে সাড়া অভিষেক-পত্নী রুজিরার। আমজনতার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির উদ্বোধন মমতার। ৪৬৯ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
হেডলাইন:
আরও শুনুন: 7 জুন 2023: বিশেষ বিশেষ খবর- রবিবারই ভিজবে কলকাতা, জেলাতেও বৃষ্টির আশ্বাস হাওয়া অফিসের
বিস্তারিত খবর:
1. রাজ্যজুড়ে ফের ভোটের বাদ্যি। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। দায়িত্ব নিয়েই বড়সড় ঘোষণা করলেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, আগামী মাসেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর এদিন থেকেই রাজ্যে চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি।
আগামী ৮ জুলাই একদফায় ভোটগ্রহণ হবে গোটা রাজ্যে। দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট। বাকি জেলাগুলিতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ২০ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গণনা হতে পারে ১১ জুলাই। যদিও এই ঘোষণার আগে সর্বদল বৈঠক করা হয়নি। এদিন নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, বুধবার থেকে দফায় দফায় রাজ্য সরকারের সঙ্গে প্রস্তুতি সংক্রান্ত আলোচনার পরই দিনক্ষণ স্থির করা হয়েছে। তবে প্রয়োজনে সব রাজনৈতিক দলের মতামতই শোনা হবে বলে জানিয়েছেন তিনি। শান্তিপূর্ণভাবে ভোট করানোর প্রস্তুতি নিয়েই ভোটের দিন ঘোষণা করল কমিশন, দাবি কমিশনারের। তবে নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনও বক্তব্য জানাননি তিনি। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। তবে আপাতত রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন রাজীব সিনহা।
2. ইডির তলবে সাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার। নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক-পত্নী। সূত্রের খবর, ইডি দপ্তরে যাওয়ার আগে আইনজীবীর পরামর্শ নেন রুজিরা। শেষ পর্যন্ত বেলা ১২টা ৩১ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে ইডি’র ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমারের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছন একজন ডেপুটি ডিরেক্টর ও দু’জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার মোট তিন আধিকারিক। ৩ পাতার প্রশ্নও তৈরি করেছিল ইডি। কয়লা কাণ্ডে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে। অবশেষে ৪ টে বেজে ২০ মিনিট নাগাদ হাসিমুখেই ইডি দপ্তর থেকে বেরোন রুজিরা। যদিও বেরিয়ে মুখ খোলেননি তিনি।
দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকানোর পরই কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রুজিরাকে সমন পাঠিয়েছিল ইডি। কয়লা পাচার মামলায় এর আগে গত বছর জুন মাসে অভিষেকপত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তান কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন তিনি। সম্প্রতি ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রর কলকাতা সফরের পরেই ফের অভিষেক-পত্নীকে তলব করল কেন্দ্রীয় সংস্থা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।