চেষ্টা করেও কাজে উন্নতি হচ্ছে না। বাড়িতেও অশান্তি লেগেই আছে। কিংবা সঠিক প্রস্তুতি নেওয়া সত্ত্বেও পরীক্ষায় সাফল্য মিলছে না। নিশ্চয়ই ভাগ্যের দোষ দিচ্ছেন। কিন্তু এইসব যাবতীয় বাধার নেপথ্যে অন্য একটা কারণও অবশ্যই থাকতে পারে। তা হল সঠিক পোশাক নির্বাচন। শাস্ত্রমতে সপ্তাহের সাতদিন নির্দিষ্ট কিছু রং-এর পোশাক পরলে যে কোনও কাজে সাফল্য আসবেই। কোন দিন কোন রং-এর জামাকাপড় পরবেন? আসুন শুনে নিই।
মানুষের নিত্যদিনের কর্মসূচির নিয়ন্ত্রক নবগ্রহ। সপ্তাহের প্রতিটা দিন সেই নয় গ্রহের জন্য নির্দিষ্ট। তেমনই শাস্ত্রে বিশেষ কিছু রং-এর উল্লেখ মেলে যার সঙ্গে যোগ রয়েছে এই নবগ্রহের। তাই নিয়ম মেনে যদি সপ্তাহের সাত দিন বিশেষ কিছু রং-এর জামাকাপড় পরা যায়, তাহলে যে কোনও কাজে অবশ্যই সাফল্য মেলে।
আরও শুনুন: বাড়ির শান্তি বজায় রাখতে কোনদিন কোন দেবতার পুজো করবেন?
প্রথমেই আসা যাক সোমবারের প্রসঙ্গে। শাস্ত্রমতে এই দিনের সঙ্গে যোগ রয়েছে চন্দ্রদেবের। তাই সোমবার অবশ্যই সাদা বা ধূসর বর্ণের পোশাক পরা উচিৎ। এতে মনও শান্ত থাকে। যে কোনও কাজ করার উদ্যম পাওয়া যায়। এরপর মঙ্গলবার। নামেই বোঝা যায়, এই বার নবগ্রহের অন্যতম মঙ্গলের। এইদিন লাল রং পরিধান করা অত্যন্ত শুভ। কিংবা লাল ঘেঁষা জামাকাপড় পরাও বিশেষ শুভ। বিশেষত মঙ্গলবার যদি কেউ বাদামী রং-এর পোশাক পরেন তাহলেও বিশেষ সাফল্য মিলতে পারে। এরপর বুধবার। এইদিন বুধগ্রহের। তাঁর প্রিয় রং সবুজ। জ্যোতিষ মতে, বুধের স্থান শুভ করার জন্য সবুজ রত্ন ধারণ করতে হয়। তাই বুধবার অবশ্যই সবুজ জামাকাপড় পরা উচিৎ। বুধ শুভ হলে বিদ্যা বুদ্ধিতে বিশেষ সাফল্য মেলে। এই নিয়ম মানলে যে কোনও পরীক্ষায় অবশ্যই সফলতা পাবেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার লক্ষ্মীবার। আবার এইদিন দেবগুরু বৃহস্পতির উদ্দেশে সমর্পিত। বৃহস্পতিবার হলুদ পোশাক বিশেষ কার্যকরী। এই রং সৌভাগ্যের প্রতীক। তাই বৃহস্পতিবার কেউ হলুদ পোশাক পড়ে কাজে যোগ দিলে অবশ্যই সাফল্য মেলে। শুক্রবার যেকোনও বর্ণময় পশোক পরা যেতে পারে। তবে কালো রং এড়িয়ে যাওয়াই ভালো। কারণ কালো বা নীল রং গ্রহরাজ শনিকে তুষ্ট করে। তাই কালো রং-এর পোশাক কেবলমাত্র শনিবার পরা উচিৎ। অন্যদিকে কালো পোশাকের সঙ্গে রাহুর যোগ রয়েছে। তাই সপ্তাহের অন্যান্য দিন এই রং পরলে ক্ষতিও হতে পারে। সব শেষে রবিবার। অনেকে আবার এইদিনটাকেই সপ্তাহের সূচনা হিসেবে মনে করেন। এইদিন সূর্যদেবের উপাসনার দিন। তাই লালচে হলুদ বর্ণের পশাক এইদিন বিশেষ কার্যকর।
আরও শুনুন: সোমবার মিষ্টি, মঙ্গলে ঘি! শাস্ত্রমতে কোন দিনে কোন খাবার নিষিদ্ধ?
তবে এই নিয়মের অনেকেই বিরুদ্ধাচরণ করতে পারেন। কারণ এইসব শাস্ত্রীয় ব্যাখ্যা ক্ষেত্রে ঠিক কী বৈজ্ঞানিক কারণ লুকিয়ে তা অনেকেরই অজানা। তবু মনের বিশ্বাসই অনেক ক্ষেত্রে জয়ের পথ সহজ করে তোলে। কেউ যদি মনে মনে বিশ্বাস করেন তিনি সফল হবেন তাঁকে আটকানোর সাধ্যি কারও নেই। এই পোশাকবিধি এর সঙ্গে উপরি হিসেবে যোগ হয়। নির্দিষ্ট গ্রহের আশীর্বাদে কাজে অবশ্যই সাফল্য মেলে।