বড়সড় দুর্ঘটনার কবলে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে ধাক্কা ট্রেনের, লাইনচ্যুত একাধিক বগি। দুর্ঘটনায় আহত বহু যাত্রী। নন্দীগ্রামে নবজোয়ারে ঢল নামল জনতার। কাকদ্বীপের সমাপ্তি সভায় ফের এক মঞ্চে থাকবেন মমতা ও অভিষেক। উপাচার্য নিয়োগ ইস্যুতে আরও বাড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাত। নয়া উপাচার্যদের স্বীকৃতি দিতে নারাজ রাজ্য। কুস্তিগিরদের পাশে কপিল-বিনি-গাভাসকররা। অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেপ্তার করতে হবে ৯ জুনের মধ্যে, কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন কৃষক নেতারা।
হেডলাইন:
আরও শুনুন: 1 জুন 2023: বিশেষ বিশেষ খবর- স্নাতকের ১ বছর পরেই স্নাতকোত্তর, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ফের ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্যুত আপ করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। জানা গিয়েছে, প্যান্ট্রি কার ও স্লিপার কামরা মূলত লাইনচ্যুত হয়েছে। ঘটনার জেরে আহত বহু যাত্রী। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল ৩টে ২০ নাগাদ শালিমার স্টেশন ছেড়েছিল হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এক্সপ্রেস ট্রেনটির। ঘটনার জেরে গোটা ট্রেনটি হেলে পড়ে রেলট্র্যাকের উপর। মোট ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। দুর্ঘটনায় আহত বহু যাত্রী। দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল। তাঁদের সাহায্যেই পরিস্থিতি কিছুটা সামলানো গিয়েছে। বালেশ্বরের কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়, ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে জরুরি সমস্ত ব্যবস্থা নিতে। দুর্ঘটনা নিয়ে এখনও রেলের তরফে বিশেষ কিছু জানানো হয়নি। তবে এই দুর্ঘটনা ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। কীভাবে একই ট্র্যাকে মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেন চলে এল, সেই প্রশ্নই উঠেছে ওয়াকিবহাল মহলে। দুর্ঘটনার কারণ সিগন্যালিং বিভ্রাট নাকি অন্য কিছু, আপাতত তা খতিয়ে দেখছে রেল।
2. শেষের পথে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। আগামী ১৬ জুন কাকদ্বীপে হবে সমাপ্তি সভা। আর সেই জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের এক মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নন্দীগ্রাম কলেজ মাঠে একান্ত আলাপচারিতায় একথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। দু-মাসে মোট ১৫টি জেলা ঘুরে, অভিষেক এই মুহূর্তে রয়েছেন নন্দীগ্রামে। শুক্রবার সেখানেই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একান্ত আলাপচারিতায় অভিষেক জানিয়েছেন, নন্দীগ্রামে তাঁর ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় এত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী। এদিন টেলিফোনে অভিষেকের সঙ্গে কথা বলেছেন তৃণমূল নেত্রী। অভিষেক এও বলেন, তিনি দলনেত্রীকে জানিয়েছেন যে এখন নন্দীগ্রামের মানুষ সাহস করে বাইরে বেরিয়ে আসছেন। এমনকী রাত সাড়ে দশটাতেও ৬০ থেকে ৭০ হাজার মানুষ টেঙ্গুয়া মোড়ে পদযাত্রায় যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেকের তোপ, মানুষ চাইছে, ‘গদ্দার’রা দ্রুত বিদায় নিক। সব মিলিয়ে কর্মসূচির সামগ্রিক ফলাফলে খুশি মমতা। এর আগে মালদহ এবং শালবনির মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। এক মঞ্চে বক্তব্য রেখেছিলেন মমতা ও অভিষেক। ১৬ জুন ফের সেই একই ছবি দেখার আশায় ঘাসফুল শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।