‘পাঠান’ নিয়ে বিতর্ক এখন অতীত। বক্স-অফিসে বাঁধা ভাঙা সাফল্য পেয়েছেন বলি বাদশা। তবে তার আগের বয়কটের তোপ নিশ্চয়ই ভুলে যাননি তিনি। আর তাই কি নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে আবেঘঘন ট্যুইট করেছেন! বিরোধী শিবিরের পক্ষ থেকে আপাতত উড়ে এসেছে সেই তোপ। শাহরুখ খানকে কে দিলেন এই খোঁচা? আসুন শুনে নেওয়া যাক।
‘পাঠান’ ছবিকে কেন্দ্র করে যেন সম্মুখ-সমরে নেমেছিল গেরুয়া শিবির আর শাহরুখ ভক্তরা। একদলের দাবি ছিল, ছবিটিতে অপমান করা হয়েছে ভারতীয় ঐতিহ্যের গেরুয়া রংকে। অন্য দল প্রত্যাশিত ভাবেই তার বিরোধিতা করেছিল। বিতর্কের মুখে জল ঢেলে শাহরুখ খান বাজিমাত করেছিলেন। ঘৃণা পেরিয়ে জয় পেয়েছিলেন শাহরুখের অগণিত ফ্যানেরাও। ঠিক তার পরেই যখন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে টুইট করলেন খোদ শাহরুখ খান, তখন সমীকরণ মেলাতে দ্বিধা করেনি শাসকদলের বিরোধী শিবির। এনসিপি-র তরফ থেকে খোঁচা দিয়ে বলেই দেওয়া হল, টুইট যখন হয়ে গেছে, আর বিজেপি শাহরুখের ছবি বয়কটের পথে হাঁটবে না।
আরও শুনুন: ‘সেঙ্গল’ প্রতিষ্ঠায় মুসলিম ধর্মগুরু নেই কেন? মোদিকে খোঁচা দিয়ে মোক্ষম প্রশ্ন সমাজবাদী নেতার
২০২৩ সালের ২৮ মে, রবিবার। দিনটি দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হয়েই লেখা থকল। প্রধানমন্ত্রী তো দিনটিকে নতুন ভারতের সূর্যোদয় বলেই অভিহিত করেছেন। যদিও তথাকথিত সূর্যোদয় ঘিরে যথেষ্ট সমালোচনার অবকাশ রয়েছে। দেশের আদিবাসী রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবন, উদ্বোধনের অনুষ্ঠানে ডাকাই হয়নি। দেশের পতাকা গায়ে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি অর্জন করেছেন যে কুস্তিগিররা, যৌন নিগ্রহের প্রতিবাদের দরুন তাঁদের রাস্তা থেকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। এসব অন্যায় যখন ঘটছে তখন অদূরেই প্রধানমন্ত্রী মহা সমারোহে প্রতিষ্ঠা করেছেন ন্যায়দণ্ড। এই ঘটনার প্রতিবাদে মুখ না খুললেও, সংসদ ভবন উদ্বোধন নিয়ে কিন্তু নিজেদের ভালো-লাগা প্রকাশ করেছেন তারকারা। খোদ শাহরুখও এর ব্যতিক্রম নন।
আরও শুনুন: হাসিমুখে পুলিশের গাড়িতে ভিনেশ-সঙ্গীতা! আইটি সেলের ভুয়ো প্রচারে ক্ষুব্ধ বজরং, প্রতিবাদ একা সুনীলের
উদ্বোধনের দুদিন আগেই ২৬ মে শুক্রবার, নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা ও নকশার খুঁটিনাটি নিয়ে একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্ষয় কুমার, অনুপম খেরের মতো গেরুয়া শিবির ঘেঁষা অভিনেতা থেকে শুরু দেশের বহু লেখক, সাংবাদিক, রাজনীতিকরাও সেই ভিডিও পোস্ট করেছেন নিজের নিজের টুইটার হ্যান্ডলে। সঙ্গে জুড়ে দিয়েছেন তাঁদের নিজস্ব শুভেচ্ছাবার্তা। তাঁদের সেই বয়ানে, সংসদের নবনির্মত ভবনের গুণগান যেমন আছে, তেমনই প্রতিষ্ঠাতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রশংসাও করা হয়েছে। কেউ একে বলেছেন গণতন্ত্রের মন্দির, তো কেউ বলছেন গৌরবময় ইতিহাসের উদযাপন। শাহরুখও তাঁর টুইটার হ্যান্ডলে সংসদ ভবনের ওই ভিডিও পোস্ট করেছেন, সেই সঙ্গে নিজে শুভেচ্ছাও জানিয়েছেন। শাহরুখ-সহ এঁদের প্রায় সবারই শুভেচ্ছাবার্তা প্রধানমত্রী স্বয়ং নিজের টুইটার হ্যান্ডলে রিটুইট করেছেন। আর এই ঘটনাই খুলে দিয়েছে সমালোচনার মুখ।
Beautifully expressed!
The new Parliament building is a symbol of democratic strength and progress. It blends tradition with modernity. #MyParliamentMyPride https://t.co/Z1K1nyjA1X
— Narendra Modi (@narendramodi) May 27, 2023
এর জেরেই তাঁর বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন NCP-র জাতীয় মুখপাত্র। শাহরুখের সেই টুইটের প্রসঙ্গে বলি বাদশাকে বিঁধে তিনি লিখেছেন, বিজেপি এবার শাহরুখের সামনে মাথা নত করেই থাকবে। তাঁর সিনেমা নিয়ে আর কোনও বিক্ষোভ-বয়কট হবে না। যদিও শাহরুখের ভিডিওটির বয়ান অন্যান্যদের থেকে ছিল অনেকটাই আলাদা। নতুন সংসদ ভবনকে ‘আমাদের আশার নতুন ঘর’ – বলে অভিহিত করেছেন বলি বাদশা। তাঁর বয়ানে বরং রয়েছে আবেদন। তিনি আশা করেছেন, যাতে গোটা ভারতবর্ষেরই যেন প্রতীক হয়ে ওঠে এই ভবন, প্রতি জাতি-প্রজাতি ও সব ধর্মের প্রতি সৌহার্দর পরিবেশ যেন থাকে এই ভুবনে। শুধু স্লোগান নয়, যেন বিশ্বাসের সঙ্গে সেখানে বলা হয়, ‘সত্যমেব জয়তে’। গণতন্ত্রের প্রাণ যেন বলিষ্ঠভাবে তার নতুন ঘরে প্রতিষ্ঠা পায়, এবং আগামী বছরগুলিতে, স্বাধীনতা, ভাতৃত্ব ও সমতাকে লালন পালন করতে পারে।
সাংবিধানিক ভবন শুধু নয় গণতন্ত্রেরই প্রশংসা করেছিলেন শাহরুখ। যদিও তাতে সমালোচনার হাত থেকে নিস্তার পেলেন না বলি বাদশা।