সবসময় একইসঙ্গে থাকেন। কাজের জগতও একই। এমনই ১১ জন সহকর্মী অন্তঃসত্ত্বা হয়েছেন একইসঙ্গে। শুনতে অবাক লাগলেও সত্যি। এমন বিরল ঘটনায় তাজ্জব সকলেই। কোথায় ঘটেছে এই কাণ্ড? আসুন শুনে নিই।
প্রত্যেকেই চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী। মূলত প্রসূতি বিভাগের সঙ্গে যুক্ত। এমনই ১১জন সহকর্মী একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। ঘটনার জেরে রিতিমতো শোরগোল পড়ে যায় ওই হাসপাতালে। কিন্তু নেপথ্যে কারণ হিসেবে ওই মহিলারা যা দাবি করেন, তা আরও বিস্ফোরক।
আরও শুনুন: সিনেমা নয়, সত্যি! ৪৭-এ অন্তঃসত্ত্বা মা, লজ্জা না পেয়ে বোনকে স্বাগত জানাল ২৩-এর দিদি
আচ্ছা, স্রেফ এক গ্লাস জল খেয়ে কেউ অন্তঃসত্ত্বা হতে পারেন? এমন প্রশ্ন অবশ্যই অবান্তর মনে হতে পারে। কিন্তু এই ১১জন মহিলার দাবি তাঁদের অন্তঃসত্ত্বা হওয়ার নেপথ্যে রয়েছে এক গ্লাস জল। নিশ্চয়ই অবাক হচ্ছেন! তাহলে, খুলেই বলা যাক।
ঘটনাটি মার্কিন মুলুকের। সেখানকার এক জনপ্রিয় হাসাপাতালে কাজ করেন এই ১১জন। যাদের মধ্যে দুজন চিকিৎসক বাকি ৯ জন স্বাস্থ্যকর্মী। মূলত প্রসূতি বিভাগের সঙ্গেই এঁরা যুক্ত। নতুন একটি প্রাণ, পৃথিবীতে সুস্থ অবস্থায় নিয়ে আসার দায়িত্ব তাঁদের উপরই বর্তায়। তাই সবসময় একইসঙ্গেই থাকেন এই ১১জন। তাঁদের মধ্যে মিলও মারাত্মক। সেই নিয়ে হাসপাতালের অন্যান্য কর্মীরা তামাশাও করেন। তবে সেই তামাশার পরিমান আরও বেড়ে যায় এই অদ্ভুত ঘটনার পর। বাড়বে নাই বা কেন! এমন ঘটনা তো সত্যিই বিরল। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ১১জন। এই অবধি তাও ঠিক ছিল। সকলে ধরেই নিয়েছিল ঘটনা নেহতাই কাকতালীয়। কিন্তু তারপরই বিস্ফোরক এক দাবি করে বসেন ওই মহিলাদের একজন। তিনি অবশ্য পেশায় চিকিৎসক। তাঁর দাবি ছিল, জল খেয়ে এমনটা ঘটেছে। কোনও একদিন হাসপাতালে একই জায়গা থেকে জল খেয়েছিলেন তাঁরা। তার জেরেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন সকলে। এমন দাবি শুনে রিতিমতো চমকে ওঠেন সকলে। বিশেষত নিজে একজন চিকিৎসক হয়ে, এমন দাবি কি করে তিনি করলেন, এই প্রশ্ন সকলের মনে হয়েছিল।
আরও শুনুন: হিন্দুদের তুলনায় ৩০% বেশি অন্তঃসত্ত্বা হচ্ছে মুসলিম নাবালিকারা, অভিযোগের আঙুল ধর্মীয় আইনের দিকে
পরে অবশ্য মহিলা জানিয়ে দেন স্রেফ মজা করেই এমনটা বলেছেন তিনি। বাস্তবে এই ঘটনায় তিনি নিজেও বেশ অবাক। বিজ্ঞানমতে এতে কোনও অস্বাভাবিকতা যদিও নেই। তবু এমনটা তো সচরাচর দেখা যায় না। তাই হাসপাতালে এই নিয়ে জোর চর্চা শুরু হয়। বর্তমানে ওই ১১জনই সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এঁদের মধ্যে দুজনের ডেলিভারিও হয়েছে একইদিনে। কিন্তু এই একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা আজও চর্চায় রয়েছে। এমনকি ওই ১১জন মহিলাও এই অবাক করা কাণ্ডের কোনও সঠিক ব্যাখ্যা এখনও খুজে পাননি।