মোদি নন, সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি। দাবি তুলে একযোগে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের। চাপের মুখে সুর নরম কেন্দ্রের। পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল। প্রথম দশে স্থান ৮৭ জনের। পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। গরু পাচার মামলায় কড়া পদক্ষেপ ইডির। বাজেয়াপ্ত অনুব্রত-সুকন্যার সব সম্পত্তি, বাদ গেলেন না মণীশ কোঠারিও। মহারাজের নয়া সিদ্ধান্তে সরগরম রাজ্য-রাজনীতি। ‘সৌরভকে সম্মান দেয়নি তৃণমূল’, অভিযোগ বিজেপির। টাকার জন্যই ত্রিপুরায়, পালটা সৌগতর।
হেডলাইন:
আরও শুনুন: 23 মে 2023: বিশেষ বিশেষ খবর- বিজেপিকে হারাতে এককাট্টা, কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে ঐক্যের বার্তা মমতার
আরও শুনুন: 22 মে 2023: বিশেষ বিশেষ খবর- রাজ্যে বেআইনি বাজি ব্যবসা রুখতে পদক্ষেপ, বিশেষ কমিটি গড়ল নবান্ন
বিস্তারিত খবর:
1. নয়া সংসদ ভবন উদ্বোধনের প্রশ্নে এককাট্টা বিরোধীরা। মোদি নন, নয়া ভবনের উদ্বোধন করতে পারেন রাষ্ট্রপতিই। এই মর্মে একযোগে অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। বুধবার সম্মিলিতভাবে ১৯টি বিরোধী দল ওই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিবসেনার উদ্ধব শিবির, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ তামাম বিরোধী দল রয়েছে। আর বিরোধীরা ঐক্যবদ্ধ হতেই সুর নরম কেন্দ্রের। কেন্দ্রের তরফে বিরোধীদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আরজি জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।
আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবন। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে পারেন না। তা করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। তাছাড়া উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে ব্রাত্য রাখাকে দলিতদের অপমান হিসাবে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস-সহ বিরোধীরা। সাম্প্রতিক অতীতে আর কোনও ইস্যুতে সব বিরোধী দলকে একত্রিত হতে দেখা যায়নি। কিন্তু এই ঘটনায় বিরোধীদের জোট খানিক চাপেই ফেলেছে বিজেপিকে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পাশের হার ৮৯.২৫। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৬ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর।
চলতি বছরের উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। মেধাতালিকা অনুযায়ী প্রথম দশে রয়েছেন মোট ৮৭ জন পরীক্ষার্থী। চলতি বছরে ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষা। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বদলে যাচ্ছে পরীক্ষার সময়ও। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই আগামী বছর সূচি জানিয়ে দিয়েছে সংসদ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।