১৭ বছর ধরে কোনও খাবার খাননি। এমনকি জলও না। বেঁচে আছেন স্রেফ কোল্ড ড্রিংক খেয়ে। এমনটাই দাবি এই বৃদ্ধের। এমনটা কি আদৌ সম্ভব? তাহলে এমনটা তিনি কেনই বা করছেন? আসুন শুনে নিই।
খাবার বলতে স্রেফ কোল্ড ড্রিংক। ব্যস, আর কিছুই না। এভাবেই টানা ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এক ব্যক্তি। এতগুলো বছর এক ফোঁটা জল পর্যন্ত খাননি তিনি। সম্প্রতি তাঁর এই অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ্যে এসেছে। যা দেখার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: জলের নীচের পৃথিবী দেখাই নেশা, সমুদ্রের গভীরে ৭৪ দিন কাটিয়ে বিশ্বরেকর্ড অধ্যাপকের
সারাদিনের জন্য উপোস করে অনেকেই থাকতে পারেন। কিছু উপোসের ক্ষেত্রে জলটুকুও খান না অনেকে। এই ব্যক্তিও তেমনই উপোস করেছেন বলা চলে। খাবার, জল সব কিছুই ত্যাগ করেছেন তিনি। বেঁচে আছেন স্রেফ কোল্ড ড্রিংক খেয়ে। শুনতে অবাক লাগলেও সত্যি। ইরানের গোলারেজা আর্দেশিরি স্রেফ কোল্ড ড্রিংক খেয়েই ১৭ বছর কাটিয়ে দিয়েছেন। ২০০৬ সালের মাঝামাঝি তাঁর অদ্ভুত এক রোগ হয়। রোগ বলতে খাওয়ায় অরুচি। শুধু খাওয়া নয়। তাঁর নাকি জল খেতেও ইচ্ছা হত না। তাই সব কিছু খাওয়া বন্ধ করে দেন তিনি। আর একবার এমনটা করার, পর চিরকালের মতো খাওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ইচ্ছা হলে স্রেফ কোল্ড ড্রিংকস খেতেন। তাতেই নাকি চলে যেত তাঁর। আর নাকি খিদেও পেত না। কেউ প্রশ্ন করলে এক অদ্ভুত দাবি জানাতেন তিনি। বলতেন তাঁর গলায় নাকি কিছু একটা আটকে রয়েছে। শক্ত কিছু নয়। খানিকটা চুলের মতো কোনও জিনিস তাঁর গলায় আটকে রয়েছে। সেই অদ্ভুত বস্তুর জন্যই নাকি খাবার খেতে ইচ্ছা হয় না তাঁর।
আরও শুনুন: মাঝরাত পেরিয়ে প্রধানমন্ত্রীর ফোনে অবাক বিদেশমন্ত্রী, কী সেই ঘটনা জানেন?
শুধু তাই নয়, তাঁর সামনে কেউ খাবার খেলেও রীতিমতো অস্বস্তি হত তাঁর। এমনকি কখনও খাবার দেখলে বমি পর্যন্ত করে ফেলতেন তিনি। তাই পরিবারের লোকজন তাঁর সামনে কিছুই খেত না। দিনে মোট ৪ ঘণ্টা ঘুমোন এই আশ্চর্য ব্যক্তি। আর সারাদিনে প্রায় ৩ লিটার কোল্ড ড্রিংকস খান। তাতেই দিব্যি সুস্থ রয়েছেন তিনি। আর তাঁর এই অদ্ভুত খাদ্যাভ্যাস দেখে রীতিমতো অবাক নেটদুনিয়ার বাসিন্দারা।