‘অভিষেকের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা’, বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। পালটা জবাব তৃণমূলের। প্রকাশিত আইসিএসই ও আইএসসির ফলাফল। দশমের পরীক্ষায় প্রথম বাংলার সম্বিত মুখোপাধ্যায়। দ্বাদশের মেধা তালিকায় প্রথম তিনে বাংলার ১৮ জন। মাতৃদিবসে কবিতায় মাতৃস্মরণ মুখ্যমন্ত্রীর। ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। CBI প্রধান হিসেবে দায়িত্বে ‘বিজেপি ঘনিষ্ঠ’ IPS প্রবীণ সুদ।
হেডলাইন:
আরও শুনুন: 12 মে 2023: বিশেষ বিশেষ খবর- বাতিল ৩৬ হাজার শিক্ষকের চাকরি, আইনি পথে হাঁটার ইঙ্গিত পর্ষদের
আরও শুনুন: 13 মে 2023: বিশেষ বিশেষ খবর- ব্যর্থ মোদি-ম্যাজিক, ১৩৬ আসন পেয়ে কর্ণাটকে বড় জয় কংগ্রেসের
বিস্তারিত খবর:
1. অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হুগলির সভা থেকে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপিকে নকল করার চেষ্টা করছে তৃণমূল। এরপরই অভিষেক সম্পর্কে তাঁর বিস্ফোরক দাবি, “গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে ওঁর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গিয়েছে। মিডিয়া বলছে থাইল্যান্ডে, মালয়েশিয়ায় টাকা গিয়েছে। যদি টাকা গিয়ে থাকে সে তো গ্রেপ্তার হবেই।” তবে তাঁর এই মন্তব্যের পালটা দিয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই প্রসঙ্গে তিনি বলেন,”অভিষেককে নিয়ে সুকান্তর কথা বলা মানে তা বামনের চাঁদ ধরার চেষ্টার মত। তাই সুকান্তর কিছু না বলাই ভাল।” তবে সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। অভিষেকের গ্রেপ্তারি নিয়ে কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন সুকান্ত, সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। তবে এই রাজনৈতিক চাপান-উতোরের মধ্যেই জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের ভিড় জানান দিচ্ছে, আরও জনপ্রিয়তা বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার। রবিবার রায়নায় অভিষেকের কাছে এসে সমস্যার সমাধান চাইলেন আরএসএস কর্মীরা। এলাকায় আলোর সমস্যার কথা অভিষেককে জানান তাঁরা। সব শুনে সাহায্যের আশ্বাস দেন অভিষেকও।
2. প্রকাশিত হল আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণির ফলাফল। সারা দেশে দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে পরীক্ষায় বসেছিল মোট আড়াই লক্ষ পড়ুয়া। আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ। এদিকে আইএসসি-তে পাশের হার ৯৬.৯৩ শতাংশ। দশমের পরীক্ষায় ন’জন প্রথম স্থান অধিকার করেছে। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। দ্বাদশের মেধা তালিকায় প্রথম তিনে রয়েছে বাংলার ১৮ জন। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হয়েছিল দশম এবং দ্বাদশের পরীক্ষা। ৪ মাসের ব্যবধানে প্রকাশিত হল ফলাফল। অন্যদিকে দ্বাদশের বোর্ড পরীক্ষায় দুর্দান্ত ফল করেছেন ভারতীয় মহিলা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্যাপ্টেন শেফালি ভর্মা। ৮০ শতাংশেরও বেশি নম্বর পেয়ে সিবিএসই দ্বাদশের পরীক্ষায় পাস করেছেন তিনি। স্কুলজীবনের শেষ পরীক্ষায় ভাল ফল করে বেশ উচ্ছ্বসিত এই ব্যাটার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।