কেউ ব্যায়াম করতে ব্যস্ত, তো কেউ স্রেফ ঘুরে বেড়াচ্ছেন। শহরের বুকে যে কোনও পার্কে এমন ছবি দেখতে পাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই পার্ক ব্যবহার করেন শুধুমাত্র মহিলারাই। পুরুষদের সেখানে প্রবেশ করার অধিকারটুকুও নেই। তাও আবার একটা দুটো নয়। মোট ২৫০টি পার্ক তৈরি হতে চলেছে দিল্লি শহরে। নেপথ্যে কোন বিশেষ ভাবনা রয়েছে? আসুন শুনে নিই।
পিঙ্ক পার্ক। এই নামেই ২৫০টি নতুন পার্ক তৈরি হচ্ছে রাজধানীর বুকে। কেবলমাত্র মহিলারাই সেখানে প্রবেশ করতে পারবেন। কোনও সাধারণ পুরুষ ওই পার্কগুলিতে প্রবেশের সুযোগ পাবেন না। মূলত নারী সুরক্ষা ও তাঁদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে দিল্লি পুরসভা।
আরও শুনুন: চাকরি না করেও কোটিপতি! চমক লাগায় এই মহিলা ইউটিউবারদের সম্পত্তির পরিমাণ
ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় পার্ক তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। কোথাও আবার কাজ প্রায় শেষের মুখে। দিল্লির মোট ২৫০টি ওয়ার্ডে একটি করে পিঙ্ক-পার্ক থাকবে বলেই খবর। সম্প্রতি এমনই নির্দেশ জারি করেছে সেখানকার পুরসভা। পার্কগুলিতে সিসিটিভি ক্যামেরা, ব্যায়ামের যন্ত্রপাতি, নির্দিষ্ট শৌচাগার সহ একাধিক সুন্দর ছবি থাকবে। পার্কের দেওয়াল গুলিও হবে গোলাপি রঙ্গের। আর সেখানেই আঁকা থাকবে একাধিক ছবি। যা মূলত নারী স্বাধীনতার বার্তা দেবে। বিশজুড়ে নারী প্রগতির যে একাধিক নির্দশন রয়েছে তার অনেক কিছুই এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। আসলে মহিলারা যাতে স্বাচ্ছন্দ্যে পার্ক ব্যবহার করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই এই পার্কগুলি তৈরি করা হচ্ছে। এমনিতেই দিল্লি শহরে ১৫ হাজারেরও বেশি পার্ক রয়েছে। যেখানে ব্যায়ামের যন্ত্রপাতি সহ একাধিক সরঞ্জাম রয়েছে। কিন্তু মহিলারা সেসব ব্যবহারে নাকি স্বচ্ছন্দ নন। তাই তাঁদের জন্য বিশেষভাবে এই পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র মহিলারা নন, ১০ বছরের কমবয়সী শিশুরাও এই পার্ক ব্যবহারের সুযোগ পাবে। পার্কগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বেও থাকবেন মহিলারাই।
আরও শুনুন: কেউ যুদ্ধ করেছেন, কেউ সামলেছেন সিংহাসন… ভারতীয় মুদ্রায় কুর্নিশ জানানো হয়েছে যে নারীদের
ইতিমধ্যেই একটি মডেল পিঙ্ক পার্ক উদ্বোধন করা হয়েছে। যা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। শহরের অন্যান্য পার্কগুলিও এই ধাঁচেই তৈরি করা হবে বলে জানিয়েছে দিল্লি পুরসভা। তবে এই পদক্ষেপে দিল্লিবাসীরা যারপরনায় খুশি হয়েছেন। মহিলারা ইতিমধ্যেই সেই পার্কে ভিড় জমাতে শুরু করেছেন। পার্কের বাইরে নিরাপত্তার দায়িত্বেও রয়েছে দুজন মহিলা। কেবলমাত্র ১০ বছরের কমবয়সী শিশু এবং মহিলাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে। আগামীদিনে শহরের অন্যান্য পার্কগুলি উদ্বোধন হলে তা দিল্লি পুরসভাকে অন্য মাত্রা দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।