পেট্রোল নয়। বিয়ার ঢাললেই ছুটবে গাড়ি। তাও আবার ঘন্টায় ২৪০ কিমি বেগে। শুনতে অবাক লাগলেও সত্যি। এমনই অদ্ভুত বাইক আবিস্কার করেছেন এক মার্কিন যুবক। কিন্তু হঠাৎ এমন একটা জিনিস বানানোর কথা কেন ভাবলেন তিনি? আসুন শুনে নিই।
গাড়ি চালানোর সময় মদ্যপান করা একেবারেই উচিত নয়। ট্রাফিক নিয়ম অনুযায়ী এমনটা করলে দিতে হবে মোটা টাকা জরিমানা। কিন্তু যদি বলি চালক নয়, মদ্যপান করেছে তাঁর বাহন! তাহলে নিশ্চয়ই অবাক হবেন।
আরও শুনুন: আইআইটি লন্ড্রিওয়ালা! কাপড় কেচেই ১০০ কোটির ব্যবসা আইআইটি স্নাতকের
অথচ এমনই অদ্ভুত আবিষ্কার করেছেন এক মার্কিন যুবক। সম্প্রতি তিনি একটি বাইক তৈরি করেছেন যা চালাতে গেলে পেট্রোল বা গ্যাস লাগে না। বরং দরকার হয় বোতল বোতল মদের। গাড়ির ট্যাংকে বিয়ার ঢাললেই গড়াতে শুরু করে চাকা। তাও আবার ২৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে। বাইকটি দেখতেও একেবারে সাধারন বাইকের মতোই। শুধু সামনের দিকে একটা মাঝারি মাপের ট্যাংক লাগানো রয়েছে। ওই ট্যাংকের মধ্যেই ঢালতে হয় বিয়ার। যার কিছুক্ষণের মধ্যে ট্যাংকটি উত্তপ্ত হয়ে ওঠে। সেই থেকেই গাড়ির ইঞ্জিন গরম হয়। এবং দুরন্ত গতিতে ছুটতে শুরু করে। তবে বিয়ার সাধারণত খুব উপাদেয় এক পানীয় হিসবেই মনে করেন সুরাপ্রেমীরা। সেখানে সেই বিয়ার দিয়ে গাড়ি চালানোর কথা কেন মাথায় এল ওই যুবকের?
আরও শুনুন: দুধ বিক্রি করেই রোজ আয় ১৭ লক্ষ, ছকভাঙা পথে তাক লাগালেন আইআইটি-র স্নাতক
উত্তরে অদ্ভুত যুক্তি দিয়েছেন ওই যুবক। তিনি নাকি একেবারেই মদ্যপান করেন না। তাই বিয়ারের বোতল আদপে কোনও কাজে লাগেই না তাঁর। বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুবান্ধবেরা স্বছন্দ্যে বিয়ার খেলেও, তিনি এসবের থেকে বেশ কিছুটা দূরত্ব রেখেই চলতেন। অন্যদিকে জ্বালানির দাম দিন দিন বেড়েই চলছে। সেসব দেখেই এই যুবক ঠিক করেন, এমন এক বাইক বানাবেন যা বিয়ারে চলবে। যেমন ভাবা তেমন কাজ। এর আগেও এমন অদ্ভুতুড়ে জিনিস বানানোর রেকর্ড রয়েছে তাঁর নামে। তবে তাঁর এই সাম্প্রতিক আবিষ্কার দেখে রীতিমতো অবাঁক সকলেই। আপাতত বাইকটি নিয়ে রাস্তায় বেরোননি ওই যুবক। গবেষণাগারে বিভিন্ন পরীক্ষা করে বাইকটির ক্ষমতা মেপেছেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই এই বাইক চালিয়ে দূরের পথে পাড়ি দেবেন বলেও মনে করছেন ওই যুবক।