চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ ১৯ মে। টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে পরীক্ষার ফল। ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে জলঘোলা আরও। কলকাতা হাই কোর্টে দায়ের একাধিক জনস্বার্থ মামলা। শুনানির সম্ভাবনা শুক্রবার। কর্ণাটকে প্রচারের সময় পেরিয়ে খোলা চিঠি মোদির, চাইলেন কন্নড়দের সমর্থন। বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কুর ইঙ্গিত। আরও বিপাকে ইমরান খান। তোষাখানা মামলাতেও দোষী সাব্যস্ত পিটিআই প্রধান। ডামাডোলের জেরে অগ্নিগর্ভ পাকিস্তান, মৃত অন্তত ৬।
হেডলাইন:
আরও শুনুন: 8 মে 2023: বিশেষ বিশেষ খবর- ঘৃণা ছড়াচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’, বাংলায় নিষিদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ১৯ মে। টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবারই সবচেয়ে কম সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক। এপ্রিল মাসের শেষদিকেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। শিগগিরই ফলপ্রকাশ হবে। পর্ষদের সেই সম্ভাবনাতেই সিলমোহর দিয়ে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। আগামী ১৯ মে, শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল। পাশাপাশি এসএমএসেও জানা যাবে প্রাপ্ত নম্বর। মাধ্যমিকের ফল বেরনোর পরই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই খবর। মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফল।
2. মুক্তির তিনদিনের মাথাতেই বাংলায় নিষিদ্ধ করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতিমধ্যেই একাধিক মহল থেকে সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। খোদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির প্রযোজক। এবার এই ছবিকে নিষিদ্ধ করার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে দায়ের করা হল মোট তিনটি জনস্বার্থ মামলা। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান দুই আইনজীবী। ইতিমধ্যেই মিলেছে সেই অনুমতি। জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, সেন্সর বোর্ড কিংবা অন্য রাজ্যের প্রশাসন সবুজ সংকেত দেওয়ার পরও কেন বাংলায় নিষিদ্ধ করা হয়েছে এই ছবিটিকে? আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। এদিনই পরে আরও একটি মামলা দায়ের হয়। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের মামলাটির শুনানিও হতে পারে আগামী ১২ মে অর্থাৎ শুক্রবার। অর্থাৎ একই দিনে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে ছবি নিয়ে হতে পারে মামলার শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।