যুদ্ধের সময় পাকিস্তান চলে গিয়েছেন অনেকেই। কিন্তু ভারতে রয়ে গিয়েছে তাঁদের বেশ কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি। যা এবার বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এইসব সম্পত্তি বিক্রি করে ৩৪০০ কোটি টাকা আয় হয়েছে ভারত সরকারের। তবে এখনও প্রায় অর্ধেকরও বেশি সম্পত্তি বিক্রি হওয়া বাকি। এরকম ঠিক কত সম্পত্তি আছে আমাদের দেশে? আসুন শুনে নিই।
‘এনিমি প্রপার্টি’। ঠিক এমনটাই নাম দেওয়া হয়েছে দেশের একাধিক বাড়ি-জমির। কারণ সেগুলির মালিক বর্তমানে ভারতের নাগরিক নন। যুদ্ধের সময় তাঁরা দেশ ছেড়ে চলে গিয়েছেন পাকিস্তান বা চিনে। সেখানেই স্থায়ী নাগরিকত্ব নিয়ে থাকা শুরু করেছেন। দেশে ছেড়ে যাওয়া তাঁদের সম্পত্তিই এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
আরও শুনুন: চার প্রার্থীর মিলিত সম্পত্তি ৮০০ কোটির! কর্ণাটকে ধনকুবেরদের ভোটের লড়াইয়ে মুখোমুখি বউদি-দেওর
সরকারি তথ্য অনুযায়ী, দেশ জুড়ে মোট ১২৬১১টি এমন বাড়ি বা জমি রয়েছে, যেগুলিকে ‘এনিমি প্রপার্টি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার বাজার মূল্য ১ লক্ষ কোটি টাকা। অবশ্য, এইধরনের অধিকাংশ বাড়িই বর্তমানে জবরদখল হয়ে গিয়েছে। সেখানে এখন কারা থাকছেন, কেন্দ্রের তরফে যা রীতিমতো খতিয়ে দেখা হচ্ছে। যেসব বাড়িতে কেউ রয়েছেন, সেগুলি কিনে নেওয়ার প্রস্তাব প্রাথমিক ভাবে দেওয়া হচ্ছে বাসিন্দাদেরই। তাঁরা রাজি না হলে বাড়িগুলি অন্য উপায়ে বিক্রির ব্যবস্থা করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের সম্পত্তি ছড়িয়ে রয়েছে। বাংলা, বিহার, দিল্লি, তেলেঙ্গানা, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে এই ধরনের সম্পত্তির খোঁজ মিলেছে। মোট ১২৬১১টি সম্পত্তির মধ্যে ১২৪৮৫টি সম্পত্তির মালিক বর্তমানে পাকিস্তানের নাগরিক। বাকি ১২৬টি সম্পত্তির মালিক রয়েছেন চিনে। এঁরা সকলেই ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু দেশে রয়ে গিয়েছিল তাঁদের সম্পত্তি।
আরও শুনুন: শিক্ষায় বেড়া টানে না ধর্ম, যোগীরাজ্যে দ্বাদশ শ্রেণির সংস্কৃত পরীক্ষায় প্রথম মুসলিম পড়ুয়া
যদিও একসময় ভারত-পাকিস্তানের মধ্যে এইসব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার চুক্তিও হয়েছিল। কিন্তু পাকিস্তান সেই চুক্তির শর্ত মানেনি। তাই ভারতের তরফে অবিলম্বে ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়। বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে। বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্য তাঁদের তরফেই প্রকাশ করা হয়েছে। আগামী দিনে বিষয়টি আরও গুরুত্ব দিয়েই দেখা হবে বলে মনে করা হচ্ছে।