মাত্র ২২ বছর বয়সেই অবসর নিয়েছেন। কিন্তু এর মধ্যেই কোটিপতি হয়ে গিয়েছেন যুবক। অথচ তিনি নাকি মাত্র ১৭ বছর বয়সে পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়েছিলেন। কীভাবে এত কম বয়সে সাফল্যের মুখ দেখলেন তিনি? আসুন শুনে নিই।
ছোট থেকেই পড়াশোনা করতে ভালোবাসতেন না। বরং ব্যবসার প্রতি ঝোঁক ছিল বেশি। তাই মাত্র ১৭ বছর বয়সেই পড়াশোনার পাঠ চুকিয়ে দেন। কিন্তু ততদিনেই তাঁর ব্যাঙ্কে জমা হয়েছে লাখ লাখ টাকা। যা বছর দুয়েকের মধ্যেই কয়েকগুণ বাড়িয়ে তোলেন তিনি।
আরোও শুনুন: প্রেমিকা চাই, সঙ্গে ১২ কোটি টাকাও… বুদ্ধের কানে লাউডস্পিকার লাগিয়ে দাবি যুবকের
কথা বলছি আমেরিকার জনপ্রিয় ইউটিউবার হেইডেন বোওলস সম্পর্কে। পেশাগত দিক দিয়ে তিনি একজন সফল অন্ত্রপ্রনর। মাত্র ১২ বছর বয়সেই ব্যবসা শুরু করেছিলেন। অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দেওয়ার আগে দুবার ভাবেননি তিনি। কারণ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই প্রতিমাসে প্রায় লাখ টাকা রোজগার করতেন তিনি। ততদিনে একজন সফল ব্যবসায়ী হিসেবে তাঁর পরিচিতিও বেড়েছে। এক বছরের মধ্যে তিনি ল্যাম্বরগিনি কিনে ফেলেন। যা সারাজীবনের সঞ্চয়ের জোরেও কিনতে পারেন না অনেকেই। তবে কেবলমাত্র একটা ব্যবসা নয়, একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন হেইডেন। সবমিলিয়ে মাত্র ১৯ বছর বয়সেই কোটি টাকা জমিয়ে ফেলেন তিনি। তবে এরপর নতুন করে আর কোনও ব্যবসা শুরু করেননি তিনি। বরং যা জমিয়েছিলেন তা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে দেন। তাঁর মতে এতেই নাকি সারাজীবনের জন্য নিশ্চিন্তে কাটাতে পারবেন তিনি। তাই মাত্র ২২ বছর বয়সে নিজের অবসর ঘোষণা করে দেন।
আরও শুনুন: দুধ বিক্রি করেই রোজ আয় ১৭ লক্ষ, ছকভাঙা পথে তাক লাগালেন আইআইটি-র স্নাতক
বর্তমানে সরাসরি কোনও ব্যবসার সঙ্গে তিনি যুক্ত নন। তবে তিনি যে কোনও কাজ করেন না এমনটা নন। ইউটিউব চ্যানেলে নিজের এই সাফল্যের কথা সকলের সামনে তুলে ধরেন হেইডেন। কীভাবে ব্যবসা করলে সহজেই উন্নতি করা সম্ভব, তার বিভিন্ন উপায় আলোচনা করেন তিনি। একইসঙ্গে পড়াশোনায় ভালো না হলেও যে হতাশ হওয়ার কিছু নেই, নিজের উদাহরণ দিয়ে সে কোথাও সকলকে বোঝান তিনি। যার জেরে অনেকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।