মোদিকে হটাতে একের সঙ্গে একের লড়াই চান মমতা। সব বিরোধী দলকে ফের একজোট হওয়ার বার্তা নেত্রীর। শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মৃতের পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। এনসিপির শীর্ষ থেকে এখনই সরছেন না শরদ পওয়ার। ইস্তফাপত্র ফেরাল দল। অশান্তি কমছে না মণিপুরে। জমি সংক্রান্ত বিরোধের জেরে রণক্ষেত্র মধ্যপ্রদেশের মোরেনা। যে কোনও মূল্যে রুখতে হবে সন্ত্রাস। বিদেশমন্ত্রীদের সম্মেলনে কড়া বার্তা জয়শংকরের।
হেডলাইন:
আরও শুনুন: 4 মে 2023: বিশেষ বিশেষ খবর- ‘এনআরসি হবে না, আমি গ্যারেন্টার’, মালদহ থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 3 মে 2023: বিশেষ বিশেষ খবর- ২০১৬-র প্রাথমিক নিয়োগের বিস্তারিত তথ্য তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিস্তারিত খবর:
1. ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে আবার বিরোধী জোট গড়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের সভায় বিজেপিকে আক্রমণ করার সময়ই বিরোধী ঐক্য গড়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘সব বিরোধী দল এক হয়ে যান। ওয়ান টু ওয়ান ফাইট হোক। চেষ্টা করব একসঙ্গে কাজ করার।’’ মমতার অভিযোগ, রামের নামে দেশকে ভাগ করছে বিজেপি। এজেন্সি পাঠিয়ে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। সেটা রুখতে বিরোধীদের একত্রিত হওয়া ভীষণ জরুরি বলেই মনে করেন তিনি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধে মমতা এদিনের সভা থেকে বলেন, বিজেপির দু’টি কাজ। হয় ইডি-সিবিআই পাঠিয়ে বদনাম করা, নইলে গুলি। এনআরসি ইস্যু, বিলকিস বানো মামলার কথা তুলে বিজেপি সরকারের এনকাউন্টার নীতিকে কটাক্ষ করেন মমতা।
জাতীয় স্তরে সব বিজেপি বিরোধী দলের জোট চেয়ে অতীতেও সরব হতে দেখা গিয়েছিল মমতাকে। তবে বিরোধী ঐক্যের ছবি থেকে গিয়েছে অধরাই। এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির বিজয়রথ ঠেকাতে দেশের সব বিজেপি বিরোধী দলকে এক সুতোয় বাঁধার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
2. রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মৃতের পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে তৃণমূল প্রতিনিধিদল।
বৃহস্পতিবার রাতে চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল। এদিন সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা-সহ অন্যান্য প্রতিনিধিরা। এই ঘটনাকে হাতিয়ার করে শুভেন্দুকে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “পিষে মেরে দেওয়ার পর শুভেন্দু কনভয় থামিয়ে উদ্ধারের মানবিকতা দেখাননি। পালিয়ে গিয়েছেন। আসানসোলেও একইভাবে পালিয়ে গিয়েছেন।” বিরোধী দলনেতার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন তিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে পালটা তোপ দেগেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।