বিজ্ঞাপনে যতই বলা হোক না কেন, ‘দাগ আচ্ছে হ্যায়’, সব দাগ যে ভাল নয় সে কথা হাড়ে হাড়ে জানেন মেয়েরা। পিরিয়ডস আর তার রক্তের দাগ নিয়ে তাঁদের অস্বস্তিতে পড়তে হয় অনেক সময়েই। কিন্তু নিজের প্রথম বিজ্ঞাপনেই পিরিয়ডস নিয়ে এই ট্যাবু ভেঙেছিলেন বলে এবার দাবি করলেন স্মৃতি ইরানি। কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
মহিলা সরকারি কর্মীদের জন্য ঋতুকালীন ছুটির কথা ভাবছে না সরকার। ২০১৭ সালের ‘মেনস্ট্রুয়েশন বেনিফিট বিল’ অনুযায়ী ঋতুকালীন ছুটির কথা হলেও, কেন্দ্রের বিজেপি সরকারের এ বিষয়ে আপাতত কোনও চিন্তাভাবনা নেই। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে এমনটাই সাফ জানিয়ে ছিলেন স্মৃতি ইরানি। অথচ পুরনো স্মৃতি বলছে, ঋতুর কারণে মহিলাদের কোনোরকম সংকোচের কারণ নেই, এই মর্মেই একবার সরব হয়েছিলেন তিনি। সে অবশ্য তাঁর অভিনেত্রী জীবনের কথা। অভিনয় পর্বের প্রথম বিজ্ঞাপনের কাজেই পিরিয়ডস নিয়ে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন স্মৃতি ইরানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেই পুরনো ভিডিওটিই ভাগ করে নিয়েছেন সাংসদ অভিনেত্রী। দাবি করেছেন, প্রথম বিজ্ঞাপনের কাজেই ট্যাবু ভেঙেছিলেন তিনি।
আরও শুনুন: প্রেমিকা চাই, সঙ্গে ১২ কোটি টাকাও… বুদ্ধের কানে লাউডস্পিকার লাগিয়ে দাবি যুবকের
ঋতু একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু তা সত্ত্বেও ঋতু নিয়ে সমাজে এখনও অনেকরকম ট্যাবু রয়েই গিয়েছে। এমনকি সরকারের তরফেও তেমন উদ্যোগের সংখ্যা কমই, যাতে এই ট্যাবু ভাঙতে পারে। বিজ্ঞাপন কিন্তু সেই কাজটিই করতে পারে। একটি স্যানিটারি ন্যাপকিন সংস্থার বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়ে তেমনটাই ভেবেছিলেন স্মৃতি। তাঁর দাবি, অনেকেই এই জাতীয় কাজের প্রস্তাব ফিরিয়ে দেন। পিরিয়ডসের মতো কোনও ইস্যু নিয়ে প্রকাশ্যে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না তাঁরা। কিন্তু স্মৃতি সে পথে হাঁটেননি। ওই বিজ্ঞাপনে তিনি মেয়েদের উদ্দেশে বলেছিলেন, পিরিয়ডস আসলে ঈশ্বরের বিশেষ বার্তা। তুমি যে আরও বড় হলে, আরও একটু জ্ঞানবুদ্ধি বাড়ল তোমার, এইভাবেই ঈশ্বর সে কথা বুঝিয়ে দেন।
আরও শুনুন: বিমানবন্দরে প্রকাশ্যেই খুলতে হল পোশাক, কর্মীর নির্দেশে অস্বস্তিতে দুই মহিলা
২৫ বছর আগেকার সেই বিজ্ঞাপনটিই এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন স্মৃতি ইরানি। তাঁর মতে, সেই থেকেই ট্যাবু ভাঙতে শুরু করেছিলেন তিনি। আর তারপর আর কখনও তিনি পিছনে ফিরে তাকাননি বলেই দাবি করেছেন স্মৃতি ইরানি।