দুই হাতই পুরোপুরি নেই। অথচ মনের জোর কমেনি এতটুকু। বিশেষ ভাবে সক্ষম এই তরুণী হাত দিয়ে না পারুন, মুখ দিয়েই ছবি আঁকেন। সম্প্রতি ওইভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকেছেন তিনি। যার প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। আসুন শুনে নিই।
কথায় আছে, মনের জোর থাকলে যে কোনও বাধাই অতিক্রম করা সম্ভব। সে কথাই যেন প্রমাণ করেছেন এই তরুণী। জন্ম থেকেই তাঁর দুটো হাত অক্ষম। তাই মুখের মধ্যে পেনসিল ধরেই ছবি আঁকেন। আর এভাবেই তিনি এঁকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। নেটদুনিয়ায় তাঁর কাজের বহর দেখে উচ্ছসিত খোদ প্রধানমন্ত্রীও। সোশ্যাল মিডিয়ায় এই তরুণীর ছবি আঁকার ভিডিও শেয়ার করে তারিফ করেছেন তিনি।
আরও শুনুন: বালিতে ফুটে উঠল মোদির মুখ, ‘মন কি বাত’ মনে রেখেই প্রধানমন্ত্রীকে অভিনব উপহার শিল্পীর
কিছুদিন আগেই ১০০ পর্বে পা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’। ২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েই এই অনুষ্ঠানের সম্প্রচার শুরু করেন মোদি। তাঁর বক্তব্য, জনতাই তাঁর কাছে ঈশ্বরের মতো। আর মানুষের কাছে পৌঁছনোর এক আধ্যাত্মিক যাত্রা হিসেবেই এই অনুষ্ঠানকে দেখেন তিনি, এমনটাই বলেন প্রধানমন্ত্রী। শততম পর্বে এসে ২২টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয়েছে সেই অনুষ্ঠান। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে দেশের মধ্যেও একাধিক উদ্যোগ চোখে পড়েছে। শুভেচ্ছার বন্যা ভেসে এসেছে দেশবাসীর কাছ থেকে। বালি দিয়ে মোদির মূর্তি গড়ে ফেলেছেন স্যান্ড আর্টের এক খ্যাতনামা শিল্পী। সেই তালিকাতেই সম্প্রতি নিজের নাম জুড়লেন এই তরুণী।
আরও শুনুন: তিন তালাক নিষিদ্ধ হতে হিতে বিপরীত! বাড়ছে মুসলিম মহিলাদের উপর অত্যাচারের প্রবণতা
জানা গিয়েছে, ওই তরুণীর নাম নন্দিনী। ছোট থেকেই তাঁর দুটি হাত অক্ষম। কিন্তু সেই প্রতিবন্ধকতা কোনওভাবে প্রভাব ফেলতে পারেনি তাঁর জীবনে। রাজস্থানের আজমীর শহরের বাসিন্দা নন্দিনী, ছবি আঁকতে ভালোবাসেন। কিন্তু অন্যদের মতো হাত দিয়ে ছবি আঁকার উপায় তাঁর নেই। তাই মুখের মধ্যে পেনসিল ধরে ছবি আঁকেন তিনি। একইভাবে ছবিগুলোতে রং-ও করেন। শুধু ছবি নয়। ওইভাবে মাটির প্রদীপ কিংবা অন্যান্য হাতের কাজও করেন তিনি। তবে সম্প্রতি তিনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রধানমন্ত্রীর ছবি এঁকে। স্রেফ মুখের মধ্যে পেনসিল, তুলি ধরেই ছবিটি এঁকেছেন তিনি। যে ছবিতে অবিকল ফুটে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ। ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০-তম পর্বের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েই ছবিটি এঁকেছেন ওই তরুণী। ভিডিওটি শেয়ার করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এমন উপহার পেয়ে তিনি আপ্লুত। তরুণীর মনের জোর দেখে তাঁকে কুর্নিশ জানিয়েছে নেটদুনিয়াও।
बहुत मनमोहक पेंटिंग! अजमेर की प्यारी बिटिया नंदिनी के बधाई संदेश को देखकर अभिभूत हूं! मेरी ओर से उन्हें ढेर सारी शुभकामनाएं! https://t.co/EugMGRClL1
— Narendra Modi (@narendramodi) May 5, 2023