পেশায় একজন পর্নতারকা। পর্দায় তাঁর শরীরী খেলার আকর্ষণে নজর ফেরাতে পারেন না হাজার হাজার মানুষ। অথচ বাস্তবে তেমনই কোনও তারকার সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ এলে? উঁহু, সেখানে পিছিয়ে যান তাঁদের অনেকেই। এক সমীক্ষা বলছে, প্রায় ৪২ শতাংশ পর্নতারকাই বাস্তবে একেবারে একা। আর কী জানাচ্ছে ওই সমীক্ষা? আসুন শুনে নিই।
যৌনতার সূত্রেই কোটি কোটি টাকা আয় করেন তাঁরা। অর্থ, খ্যাতি, বিলাসবহুল জীবন, কোনও কিছুরই কমতি নেই। কিন্তু বন্ধু কিংবা ভালবাসার মানুষ? পর্ন অভিনেত্রীরা জানাচ্ছেন, নাহ, তেমন কোনও মানুষকে খুঁজে পাননি অনেকেই। তাঁদের অনুরাগীর সংখ্যা যথেষ্টই। তবে এঁরা কেউ তাঁদের অভিনয়ের ভক্ত নন। স্রেফ নগ্ন শরীরটুকু দেখতে ভালোবাসেন। সেইসঙ্গে উদ্দাম যৌনতা। যেন অতটুকুই তাঁদের পরিচয়। বাকিটা জানার জন্য আগ্রহী নন কেউই। তাই হাজারো অনুরাগী থাকা সত্ত্বেও, বাস্তব জীবনে একেবারে একা এই পর্নতারকারা।
আরও শুনুন: অভিনয় নয়, সত্যিকারের হস্তমৈথুনের নির্দেশ! একঘর লোকের সামনে কী করেছিলেন অভিনেত্রী?
সাম্প্রতিক এক সমীক্ষা জানাচ্ছে, প্রায় ৪২ শতাংশ পর্নতারকার জীবনেই প্রেম নেই। থাকলেও তা সাময়িক। স্থায়ী কোনও সম্পর্কে জড়াতে পারেননি এঁদের বেশিরভাগই। নেপথ্যে কারণ অবশ্য একটা নয়। প্রথমত নিজের সঙ্গিনীর ব্যক্তিগত ছবি, নিরাবরণ শরীর অন্যরাও দেখবে, এমনটা মেনে নিতে পারেন না অনেকেই। তাই সম্পর্কে জড়ালেও, যখনই উল্টোদিকের মানুষটা জানতে পারেন তাঁর সঙ্গী একজন পর্নতারকা, তখনই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান তিনি। বিশেষত মহিলা পর্নতারকাদের ক্ষেত্রে এই প্রবণতা দেখা যায় সবথেকে বেশি। কোনও পুরুষ সঙ্গীই নাকি মেনে নিতে পারেন না, তাঁর বান্ধবীর নগ্ন ছবি আরও অনেকে দেখবে। দ্বিতীয়ত রোজগার। শুনতে অবাক লাগলেও সত্যি, পর্নতারকাদের জীবনে প্রেম না থাকার অন্যতম কারণ রোজগার। সাধারণত অন্যান্য পেশার তুলনায় এই পথে উপার্জন অনেক বেশি। বিশেষত যারা অনলাইনে নিজেদের নগ্ন ছবি বিক্রি করেন, তাঁদের বেশ মোটা টাকাই মাস গেলে রোজগার হয়। আর এতেই আপত্তি তাঁর সঙ্গীর। অনেকেই মনে করেন, কিছু না করেই এই পর্নতারকারা উপার্জন করছেন। তাই তাঁদের প্রতি অদ্ভুত এক বৈষম্য কাজ করে অনেকের মনে। সমীক্ষা জানাচ্ছে প্রায় ৩১ শতাংশ মহিলা পর্নতারকাকে তাঁর পুরুষ সঙ্গী রীতিমতো হিংসে করেন। তাই তাঁর সঙ্গে প্রেম করার কথা ভুলেও ভাবেন না। মাত্র ৬ শতাংশ মহিলা পর্নতারকার ব্যক্তিগত জীবন খুব স্বাভাবিক। তাঁদের স্বামী এই কাজে কোনও বাধা দেন না। বরং খানিক উৎসাহই জোগানোর চেষ্টা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক উল্টো ছবি ধরা পড়ে। স্বামী তো দূর, এই পেশার কথা শুনলে বন্ধুত্ব টুকুও রাখতে চান না অনেকেই।
আরও শুনুন: ভক্তের তুলিতে ধরা দেবেন নগ্ন হয়ে… শখের জেরে কী ঘটেছিল পর্ন তারকার সঙ্গে?
প্রায় ৫০০ জন পর্নতারকার উপর হওয়া এই সমীক্ষা দেখে অনেকেই রীতিমতো অবাক হয়েছেন। যেভাবে ক্যামেরার সামনে তাঁরা উদ্দাম যৌনতায় মেতে ওঠেন, তা ভালোবাসা ছাড়া কি আদৌ সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু সমীক্ষার ফলাফল জানাচ্ছে উলটো কথাটাই। আসলে রিল আর রিয়েলের মধ্যে যে কী বিপুল ফারাক, সে কথাই আরও একবার যেন সামনে এনে দিল এই সমীক্ষা।