বালির মাঝে ফুটে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ। তাও বালি দিয়েই গড়া। পুরীর সমুদ্রের তীরে দেখা মিলেছে এমনই এক আশ্চর্য শিল্পের। প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর কথা মনে রেখেই প্রধানমন্ত্রীকে অভিনব উপহার দিলেন এক শিল্পী। আসুন, শুনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-কে অভিনব উপায়ে শ্রদ্ধা জানালেন শিল্পী সুদর্শন পট্টনায়েক। স্যান্ড আর্ট, অর্থাৎ বালি দিয়ে বিভিন্ন রকমের ভাস্কর্য গড়ে আন্তর্জাতিক দুনিয়াতেও খ্যাতি কুড়িয়েছেন এই শিল্পী। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও। আর প্রধানমন্ত্রীর এই বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নিজের সেই শিল্পকেই অবলম্বন করলেন তিনি। পুরীর সমুদ্রতীরে বালি দিয়ে ফুটিয়ে তুললেন খোদ প্রধানমন্ত্রীর মুখ। যে নিখুঁত প্রতিকৃতি দেখে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
আরও শুনুন: হিন্দু ধর্মে আঘাতের অভিযোগ, দেবী কালীর ‘বিকৃত’ কার্টুন পোস্ট করে বিপাকে ইউক্রেনের বিদেশমন্ত্রী
আসলে এবার ১০০ পর্বে পা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’। ২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েই এই অনুষ্ঠানের সম্প্রচার শুরু করেন মোদি। তাঁর বক্তব্য, জনতাই তাঁর কাছে ঈশ্বরের মতো। আর মানুষের কাছে পৌঁছনোর এক আধ্যাত্মিক যাত্রা হিসেবেই এই অনুষ্ঠানকে দেখেন তিনি, এমনটাই বলেন প্রধানমন্ত্রী। শততম পর্বে এসে ২২টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয়েছে সেই অনুষ্ঠান। এমনকি রাষ্ট্রসংঘ থেকেও শততম পর্বের সম্প্রচার করা হয়েছে। আর মন কি বাত-এর শততম পর্বকে স্মরণীয় করে রাখতেই এহেন অভিনব উদ্যোগ নিয়েছেন শিল্পী সুদর্শন পট্টনায়েক।
আরও শুনুন: তিন তালাক নিষিদ্ধ হতে হিতে বিপরীত! বাড়ছে মুসলিম মহিলাদের উপর অত্যাচারের প্রবণতা
শিল্পীর গড়া ভাস্কর্যটিতে দেখা গিয়েছে, একটি মাইক্রোফোনে কথা বলছেন মোদি। আর তাঁকে ঘিরে রেডিওর পাহাড়। অজস্র রেডিওর মাঝে, একটি রেডিওর উপরে বৃত্তের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে প্রধানমন্ত্রীর মুখ। নিচে বালি দিয়েই লেখা হয়েছে, মন কি বাত-এর শততম পর্বে স্বাগত। নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিটি ভাগ করে নিয়েছেন শিল্পী নিজেই। আর সোশ্যাল মিডিয়াতে তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের ১০০ তম পর্বের সম্প্রচার উপলক্ষেই এই স্যান্ড আর্ট নির্মাণ করেছেন তিনি। শিল্পীর এই নির্মাণকাজের প্রশংসা করেছেন অনেকেই। তবে দিল্লিতে বর্তমানে কুস্তিগিরেরা যে ধরনায় বসেছেন এবং তাঁদের ‘মন কি বাত’ শোনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন, তাঁদেরও এমন মূর্তি নির্মাণ করুন শিল্পী, এই দাবি তুলেছেন নেটিজেনদের একাংশ।
#MannKiBaat100 The landmark 100th Episode of Hon’ble Prime Minister Shri @narendramodi‘s ‘Mann Ki Baat’ will be aired on April 30, 2023.
My SandArt at Puri beach in Odisha. pic.twitter.com/dMNHXpyQ5j— Sudarsan Pattnaik (@sudarsansand) April 29, 2023