খোদ ফেডারেশন সচিবের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে পথে নেমেছেন জাতীয় স্তরের কুস্তিগিররা। আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী বজরং পুনিয়া থেকে ভিনেশ ফোগাট, সকলেই যোগ দিয়েছেন এই প্রতিবাদে। অথচ দেশের নানা মহল থেকে সমর্থন পেলেও, খেলার দুনিয়ার একটা বড় অংশই মুখে কুলুপ এঁটেছেন। এই মর্মে এবার সরাসরি ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে তোপ দাগলেন ভিনেশ। কী অভিযোগ তাঁর? আসুন, শুনে নেওয়া যাক।
যৌন হেনস্তার বিরুদ্ধে মুখ খুলে ধরনায় বসেছেন কুস্তিগিররা। শুধু সংশ্লিষ্ট মহলের একাধিক মুখই নন, তাঁদের সমর্থন জানিয়েছেন দেশের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বও। অথচ গোটা দেশ জুড়ে যে খেলার রমরমা, যে খেলোয়াড়দের প্রভাব সবচেয়ে বেশি, তাঁরা একেবারে নিশ্চুপ। খেলার জগতেই যে এত বড় একটা অন্যায় ঘটে চলেছে, সে বিষয়ে একটি কথাও খরচ করতে দেখা যায়নি বিরাট কোহলিদের মতো সাম্প্রতিক খেলোয়াড়দের। আর এই ইস্যুতেই এবার ক্ষোভ প্রকাশ করলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট।
আরও শুনুন: আইপিএল-এর ক্যামেরা শুধু মহিলাদেরই খোঁজে! এবার বিরক্ত খোদ মহিলারাই
একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্তা করেছেন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, অভিযোগ এমনটাই। সম্প্রতি এই অভিযোগে সরব হয়েছেন ভিনেশ ফোগাট-সহ ৭ জন কুস্তিগির, তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকা অভিযোগকারিণীও। এদিকে অভিযোগ করলেও বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নারাজ দিল্লি পুলিশ। যার জেরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণীরা। পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন দেশের নামী কুস্তিগিররা। তাঁদের সমর্থনে এগিয়ে এসেছেন কপিলদেব থেকে নীরজ চোপড়ার মতো ক্রীড়াব্যক্তিত্বরাও। কিন্তু বিরাট-রোহিতদের দেখা মেলেনি কোথাওই। আর সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেই ভিনেশের তোপ, “আমরা কিছু জিতলে আপনারা সকলে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। এমনকি ক্রিকেটাররাও টুইট করেন। তাহলে এখন কী হল? প্রতিষ্ঠানকে এতটাই ভয় পান? নাকি ওইদিকেও কোনও গোপন ব্যাপার ঘটে চলেছে?”
আরও শুনুন: Sachin@50: শচীন স্যরকে প্রথম দর্শনে কেঁপে উঠেছিলাম
দিনের পর দিন অভিযোগ জানিয়ে, ধরনা দিয়েও এখনও সুবিচার মেলেনি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই জনসমর্থনের দিকে তাকিয়ে অভিযোগকারিণী কুস্তিগিররা। এর মধ্যেই আবার ভারতের অলিম্পিক্স সংস্থার প্রধান তথা প্রাক্তন দৌড়বিদ পিটি ঊষা, যিনি আবার বর্তমানে বিজেপি নেত্রীও, কুস্তিগিরদের আন্দোলনকে কড়া ভর্ৎসনা করেছেন। যা নিয়ে রীতিমতো হতাশ আন্দোলনকারীরা। এবার বাকি ক্রীড়াবিদদের চুপ করে থাকা নিয়েও প্রশ্ন তুললেন তাঁরা।