অন্য ধর্মের কোনও পুরুষের সঙ্গে কথা পর্যন্ত বলা যাবে না। কার্যত এমনই ফতোয়ার সম্মুখীন হলেন মহারাষ্ট্রের এক মুসলিম তরুণী। অ-মুসলিম ছেলের সঙ্গে কথা বলার অপরাধে তাঁর হিজাব ধরে টেনে রীতিমতো হেনস্তা করেছে একদল যুবক। আর সেই ভিডিও-ই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
ধর্মে মুসলিম নয়, এমন এক যুবকের সঙ্গে কথা বলতে গিয়েই রীতিমতো বিপাকে পড়লেন এক কলেজপড়ুয়া তরুণী। একদল যুবকের হাতে কার্যত হেনস্তা হতে হল তাঁকে। ছিনিয়ে নেওয়া হল মোবাইল ফোন। তরুণীর হিজাব ধরেও টান ওই যুবকদের। সম্প্রতি এমনটাই ঘটেছে মহারাষ্ট্রের প্রকাশ্য রাস্তায়। আর সেই ঘটনার ভিডিও-ই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দিনের আলোয় প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটতে দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ।
আরও শুনুন: তিন তালাক নিষিদ্ধ হতে হিতে বিপরীত! বাড়ছে মুসলিম মহিলাদের উপর অত্যাচারের প্রবণতা
ওই তরুণী ধর্মে মুসলিম। ভিডিওতে দেখা গিয়েছে তাঁর পরনে বোরখা, হিজাব দিয়ে ঢাকা মাথাও। জানা গিয়েছে, কোনও যুবকের সঙ্গে কথা বলছিলেন তিনি, যে ধর্মে মুসলিম নয়। আর তার জেরেই বিপত্তি। মহারাষ্ট্রের বেগমপুরা এলাকার রাস্তায় হঠাৎই ওই তরুণীকে ঘিরে ধরে ৭-৮ জন যুবকের একটি দল। তারা কোন ধর্মের, তা অবশ্য জানা যায়নি। তনে ভিনধর্মের ছেলের সঙ্গে মুসলিম তরুণীর কথা বলা যে তারা সমর্থন করছে না, সে কথা তারা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে। তরুণীকে অনুসরণ করতে করতে একসময় তাঁকে ঘিরে ধরে তারা। প্রশ্ন তোলে, অন্য সম্প্রদায়ের যুবকের সঙ্গে তিনি হাঁটছিলেন কেন? কথাই বা বলছিলেন কেন? বাদানুবাদের মধ্যেই ওই তরুণীকে শারীরিকভাবেও হেনস্তা করে ওই যুবকেরা। একজন তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ফোন উদ্ধারের জন্য রুখে দাঁড়ান তরুণীও। এদিকে তাঁর পিঠের ব্যাগ ধরেও টানাটানি করতে থাকে যুবকেরা। এমনকি তরুণীর হিজাব ধরেও টান দেয় কেউ কেউ। তাদের টানাটানিতে হিজাবটি খানিকটা খুলেও আসে। অথচ প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটলেও তরুণীকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউই। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় অনেক লোকই এই ঘটনা দেখছেন। এমনকি কাছাকাছিই এক স্কুটার-আরোহীকে দেখা যায়, যে স্কুটারে আরেকজন বোরখা পরা মহিলা বসে আছেন। কিন্তু নিজের ধর্মের এক তরুণীকে এইভাবে হেনস্তা হতে দেখেও প্রতিবাদ জানাননি কেউই।
আরও শুনুন: হিজাব পরার অধিকার চেয়ে ছাড়তে চেয়েছিলেন পড়াশোনা, দ্বাদশের পরীক্ষায় প্রথম সেই ছাত্রী
হিন্দু মুসলিম দুই ধর্মের মধ্যে কোনোরকম প্রেম বা বিয়ের সম্পর্ক নিয়ে বারে বারেই সরব হয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। মহারাষ্ট্রেও তাদের আধিপত্য কম নয়। সেই ইস্যুতেই এইভাবে তরুণীকে হেনস্তা করা হয়েছে কি না, তা নিয়ে উসকে উঠেছে প্রশ্ন। ওই অঞ্চলে এমন ঘটনা এই প্রথম নয় বলেও জানা গিয়েছে। যদিও পুলিশের কাছে কোনোরকম অভিযোগ জানাতে অস্বীকার করেছে ওই তরুণীর পরিবার। কোনোরকম হুমকি বা ভয়ের জেরেই কি মুখে কুলুপ এঁটেছেন তাঁরা, উঠছে এই প্রশ্নও।