মেয়ের সুইসাইড নোটে বানান ভুল ধরেছেন এক অধ্যাপক, এই মর্মে রসিকতা করেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু এই রসিকতাকে হাল্কা চালে দেখতে নারাজ অনেকেই। এহেন রসিকতা করে আদতে মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলাই প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, দাবি করে পালটা দিয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। ঠিক কী বলেছেন হাত শিবিরের দুই নেতৃত্ব? আসুন, শুনে নেওয়া যাক।
আত্মহত্যা, এই শব্দটি বোধহয় সকলকেই শিউরে উঠতে বাধ্য করে। গোটা দেশ জুড়ে মানসিক অবসাদ যেভাবে বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে আত্মহত্যার হার, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে সুইসাইড নোট নিয়ে হাল্কা চালে রসিকতা করতে গিয়ে কার্যত বেফাঁস কথাই বলে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই রসিকতাকে যে ভাল চোখে দেখছেন না অনেকেই, সে কথাই বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। মোদির এহেন রসিকতার পরেই অবশ্য প্রতিবাদে সুর চড়িয়েছিলেন রাহুলও। আত্মহত্যার মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আদৌ লঘু রসিকতা করা চলে না, এমনটাই মত কংগ্রেস শিবিরের দুই নেতৃত্বের।
আরও শুনুন: গাড়ির দরজায় ‘ঝুলে প্রচার’! খোদ মোদির বিরুদ্ধেই পুলিশে অভিযোগ ব্যক্তির
আসলে সম্প্রতিই সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে সুইসাইড নোট নিয়ে হাল্কা চালে রসিকতা করেন প্রধানমন্ত্রী। এক অধ্যাপকের কথা বলেন তিনি, যিনি নিজের মেয়ের সুইসাইড নোটে বানান ভুল ধরেন। এবং তাঁর এত বছরের পড়ানো সত্ত্বেও কী করে মেয়ে বানান ভুল করেছে, সেই নিয়েই ওই অধ্যাপক চিন্তিত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর এই রসিকতা শুনে উপস্থিত শ্রোতারাও হেসে ওঠেন। এই ঘটনার প্রতিবাদেই এবার সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধী। কেবল প্রধানমন্ত্রী নন, সেখানে উপস্থিত ওই ব্যক্তিদেরও কটাক্ষ করে তিনি সাফ বললেন, যাঁরা এ নিয়ে রসিকতা করেন, তাঁদের নিজেদের শিক্ষিত করে তোলা উচিত। যাতে তাঁদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ে, এবং যাতে তাঁরা মানসিক স্বাস্থ্য বিষয়ে এমন অসংবেদনশীল আচরণ না করে বসেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র সরকারি তথ্য তুলে ধরে প্রিয়াঙ্কা খতিয়ান দিয়েছেন, শুধু ২০২১ সালেই দেশে ১ লক্ষ ৬৪ হাজার ৩৩ জন মানুষ আত্মহত্যা করেছেন। আর তাঁদের মধ্যে একটা বিপুল অংশের বয়স ৩০-এর নিচে। এমনকি প্রতিদিন ৪৫০ মানুষ এ দেশে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। সুতরাং এই বিষয়টি হাসির নয়, দুঃখের, এমনটাই মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।
আরও শুনুন: বলিহারি প্রতিশোধ! প্রেমিকার বাবার উপর রাগ, ফোন চুরি করে যোগীকে মৃত্যুর হুমকি যুবকের
এর আগেই এই ইস্যুতে গলা চড়িয়েছিলেন রাহুল গান্ধীও। তাঁর মতে, হাজার হাজার পরিবার এই কারণেই তাঁদের সন্তানকে হারিয়েছেন। প্রধানমন্ত্রী সেইসব মানুষদের নিয়ে তামাশা করতে পারেন না। সব মিলিয়ে, আত্মহত্যার মতো উদ্বেগের একটি বিষয় নিয়ে খোদ প্রধানমন্ত্রী রসিকতা করায় ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস শিবির।
Depression and suicide, especially among the youth IS NOT a laughing matter.
According to NCRB data, 164033 Indians committed suicide in 2021. Of which a huge percentage were below the age of 30. This is a tragedy not a joke.
The Prime Minister and those laughing heartily at… pic.twitter.com/yoPt5c8Kx7
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 27, 2023