ছাদ আছে। জানলা আছে। মেঝে আছে ,বাগানও আছে। কিন্তু সবই উলটো। মানে এই বাড়িতে ছাদের জায়গায় মেঝে আর মেঝের জায়গায় ছাদ। বাড়িটিকে সোজাভাবে দেখতে হলে শীর্ষাসন করতে হয়। কী ভাবছেন রূপকথার গল্প বলছি? একেবারেই না। বাস্তবেই এমন বাড়ির দেখা মেলে। তাও আবার সাত সাতটা জায়গায়। কোথায় রয়েছে এমন অদ্ভুতদর্শণ বাড়ি? আসুন শুনে নেওয়া যাক।
মনে করুন, রাস্তায় হাঁটছেন। হঠাৎ দেখলেন আপনার পায়ের তলা দিয়ে উড়ে যাচ্ছে পাখি। শুনতে হাস্যকর লাগলেও এই বাড়িগুলো দেখলে এমনটা মনে হতেই পারে। কারণ এই বাড়িগুলো সম্পূর্ণ উল্টো ব্যাকরণ মেনে তৈরি। অর্থাৎ বাড়িগুলোর মেঝের জায়গায় রয়েছে ছাদ, আর ছাদের জায়গায় রয়েছে মেঝে।
আরও শুনুন: প্রণামীর ২৮ লক্ষ টাকার কয়েনে নিতে নারাজ ব্যাঙ্ক, আরবিআই-এর দ্বারস্থ মন্দির কর্তৃপক্ষ
বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে এমন অদ্ভুত বাড়ি। যার মধ্যে প্রথমেই বলতে হয় মার্কিন মুলুকের একটি বাড়ির কথা। সেখানকার ফ্লোরিডা শহরে একটি পার্কের ভিতর এমন অদ্ভুত বাড়ি রয়েছে। যার ছাদের অংশটি নীচের দিকে। আর বাগান সহ মেঝে উপরে। এমনকি সেই বাগানে বিভিন্ন গাছও লাগানো রয়েছে। সেগুলিও সম্পূর্ণ উলটো। তবে বাইরে থেকে দেখতে যেমনই হোক ভিতরটা মোটেও উল্টো নয়। স্রেফ বিনোদনের স্বার্থেই এমন অদ্ভুত ভাবে বাড়িটিকে বানানো হয়েছে। তালিকায় এর পরেই রয়েছে পোল্যাণ্ডের একটি বাড়ি। এই বাড়িরও বাগান মেঝে সবই উপরের দিকে। এছাড়াও বাড়িটিকে সাজানো হয়েছে পুরনো দিনের আদলে। ঠিক ৭০এর দশকে যেভাবে বাড়ি সেজানো হত, তেমনভাবেই সাজানো হয়েছে এই বাড়ি।
তাই শুধুমাত্র অদ্ভুত আকৃতি নয়, পুরনো ধাঁচের সাজসজ্জা দেখতেও এই বাড়িতে ভিড় জমান অনেকে। তালিকায় পরের বাড়িটি জার্মানিতে। সেখানকার এক দ্বীপেও এমন অদ্ভুত আকৃতির বাড়ি রয়েছে। এছাড়াও কানাডাতে এরকম একটি বাড়ি রয়েছে। সেই বাড়িরও ছাদ নীচে মেঝে উপরে। তবে সবচেয়ে সুন্দর এবং অদ্ভুত বাড়িটি রয়েছে স্পেনে। যদিও বাড়ি বললে ভুল হবে, গোটাটাই একটা পার্ক। কিন্তু তা সম্পূর্ণ ভাবে উলটো।
স্বাভাবিক ভাবেই প্রতিদিনই সেখানে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকেরা। এছাড়া লন্ডনেও রয়েছে এমন একটি উলটানো বাড়ি।
আরও শুনুন: শাহরুখ থেকে সলমন… তাঁর ইফতার পার্টিতে ডাক পেতে মুখিয়ে থাকেন তারকারা, কে এই বাবা সিদ্দিকি?
তালিকার শেষ বাড়িটি অস্ট্রিয়ায়। এই বাড়িটি অবশ্য একটি মিউওজিয়ামও বটে। অন্যান্য বাড়িগুলির থেকে বাড়িটা একটু হলেও আলাদা। কারণ এর আকৃতি বাকিগুলোর তুলনায় খানিক ছোট।
তবে সব ক্ষেত্রেই বাড়ির আকৃতি উলটো। আর সেই অদ্ভুত আকৃতি দেখতেই সকলে ভিড় জমান বাড়ির সামনে।