নবান্নে ডিএ বৈঠকে মিলল না রফাসূত্র। কোষাগারে টানের দরুন এখনই নয় বাড়তি ডিএ, সাফ জানালেন মুখ্যসচিব। আন্দোলন বাড়ানোর হুঁশিয়ারি কর্মীদের। শিক্ষার পর এবার পুরসভা দুর্নীতিতেও সিবিআই তদন্ত। রাজ্যের বকেয়া নিয়ে তৃণমূলের চিঠির প্রাপ্তিস্বীকার কেন্দ্রের। রাজ্যে চিকিৎসক সংকট মেটাতে নয়া উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। বাড়ল ডাক্তারদের অবসরের সময়সীমা। সিবিআই-এর সমন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে। পাকিস্তানে নয়, নিরপেক্ষ দেশে এশিয়া কাপ খেলবে ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 19 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- শাহকে ফোনের প্রমাণ দিলে পদত্যাগ করব, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার
বিস্তারিত খবর:
1. রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তায় হেঁটেও দাবি পূরণ হল না ডিএ আন্দোলনকারীদের। সরকারের তরফে মুখ্যসচিব সাফ জানিয়ে দিলেন, সরকারের কোষাগারে আপাতত টান রয়েছে। যখন সংস্থান হবে, তখন আন্দোলনকারীদের দাবিমতো ডিএ দেওয়া সম্ভব হবে। সরকারের এই ভূমিকায় ক্ষুব্ধ ডিএ আন্দোলনকারীরা।
হাই কোর্টের পরামর্শ মেনে শুক্রবার নবান্নে যৌথ সংগ্রামী মঞ্চের ৫ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিব। রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের ২ প্রতিনিধিও বৈঠকে ছিলেন। কেন্দ্রের কাছে বকেয়ার প্রসঙ্গ তুলে মুখ্যসচিবের দাবি, এই মুহূর্তে সরকারের অর্থসংকটের পরিস্থিতি দেখা দিয়েছে। তাই দাবিমতো ৩৬ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে আন্দোলনের ধার আরও বাড়বে বলে হুঁশিয়ারি যৌথ মঞ্চের তরফে। ধর্মতলার শহিদ মিনারের অবস্থান বিক্ষোভ আরও তীব্র হবে বলে জানিয়েছেন তাঁরা। এই বৈঠককে ‘ব্যর্থ’ বলে দাবি করে প্রাথমিকভাবে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কলকাতায় মহামিছিল হবে আগামী ৬ মে, হবে ধর্মঘটও, জানিয়েছে যৌথ মঞ্চ।
2. নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া পুরসভা দুর্নীতি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নয়া পদক্ষেপ। গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর এবার পুরসভায় দুর্নীতির তদন্তভারও এবার সিবিআইকে দিল কলকাতা হাই কোর্ট। এমনকী প্রয়োজনে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই, শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিজিপি এবং মুখ্যসচিবের প্রতি তাঁর নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। ২৮ এপ্রিল সিবিআইকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ও শান্তনুর ঘনিষ্ঠ অয়ন শীলের ফ্ল্যাট থেকে পাওয়া নথিতে প্রচুর আর্থিক লেনদেনের প্রমাণ মেলে। সেসব খুঁটিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, শুধু শিক্ষক নিয়োগেই নয়, বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রেও বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন অয়ন শীলরা। আর তারপরই বিষয়টি আদালতের নজরে আনা হয়। শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষকে যেখানে সামান্য উপার্জনের জন্য এত পরিশ্রম করতে হয়, সেখানে রাজনৈতিক ব্যক্তিদের একাংশের কাছে কোটি কোটি টাকা আসছে কোথা থেকে? এরপরই সিবিআই, ইডির কাজের প্রশংসা করে পুরসভা দুর্নীতিতেও সিবিআই-কে তদন্তের দায়িত্ব দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।