নেহরু যা করতে চেয়েছিলেন, তা করতে পারেননি। কিন্তু মুসলিম মেয়েদের জন্য সেই না-হওয়া কাজই সম্পূর্ণ করে ফেলেছেন নরেন্দ্র মোদি। এই মর্মেই সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন কেরলের রাজ্যপাল। কোন কাজটির জন্য এইভাবে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
হাত শিবিরের সঙ্গে গেরুয়া শিবিরের সম্পর্ক যে আদায় কাঁচকলায়, সে তো আর বলার অপেক্ষা রাখে না। নেহরু পরিবারের বিরুদ্ধে মাঝে মাঝেই বিষোদ্গার করেন মোদি-সহ বিজেপির নেতা-মন্ত্রীরা। রাহুল গান্ধীর সাংসদ পদ খোয়ানোর প্রেক্ষিতে এই দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেই হঠাৎ নেহরুর সঙ্গে তুলনা টেনে নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন বামশাসিত কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ। তিনি সাফ জানালেন, নেহরু যা চেয়েও করতে পারেননি, মুসলিম বোনদের জন্য সেই না-হওয়া কাজই সম্পূর্ণ করে ফেলেছেন নরেন্দ্র মোদি। কিন্তু কোন প্রসঙ্গে এমন কথা বললেন রাজ্যপাল?
আরও শুনুন: জোর করে ধর্ম পরিবর্তনের ‘হুমকি’, ভিনদেশে আতঙ্কিত হিন্দু পড়ুয়ারা
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর সম্পর্কে এ কথা বলেছেন কেরলের রাজ্যপাল। আসলে তিন তালাক আইনের প্রসঙ্গেই মোদির প্রশংসা করেছেন তিনি। ২০১৯ সালে মুসলিম মেয়েদের জন্য মুসলিম নারী আইন পাশ করে মোদি সরকার। মুসলিম মহিলাদের বিয়ের পরবর্তী সময়ে নিজের অধিকার রক্ষা করার দিকটি সুনিশ্চিত করে এই নয়া আইন। আর সেই কারণেই তাৎক্ষণিক ভাবে তিন তালাক দেওয়ার প্রথাকে আইনত দণ্ডনীয় বলে ঘোষণা করে এই আইন। মুসলিম সমাজে প্রচলিত এই তিন তালাক প্রথার দরুন কোনও পুরুষ যে কোনও সময় তিনবার তালাক বলে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে পারতেন। কিন্তু এমন ঘটনায় ওই মহিলাকে যে কী অসহায় অবস্থায় পড়তে হত তা বলাই বাহুল্য। ফলে আইন করে তিন তালাক বন্ধ করে দেওয়ার দরুন আশার আলো দেখেছেন শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষই। আর সেই ইস্যু টেনেই এবার নেহরুর তুলনায় মোদিকে এগিয়ে রাখলেন কেরলের রাজ্যপাল।
আরও শুনুন: শিশুজন্মে শীর্ষে সেই যোগীরাজ্য, রোজ কত হাজার শিশুর জন্ম হয় দেশে?
এই প্রসঙ্গে নেহরুর ১৯৫০ সালে দেওয়া এক সাক্ষাৎকারের কথাও টেনেছেন তিনি। যেখানে তিনি বলেছিলেন, তাঁর জীবনের সেরা সাফল্যের মধ্যে অন্যতম হল হিন্দু মেয়েদের কিছু অধিকার ফিরিয়ে দিতে পারা। কিন্তু এর বিপরীতে সবচেয়ে বেশি হতাশার উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন মুসলিম মেয়েদের জন্য একই কাজ না করতে পারা। আর সেই কথা মনে করিয়েই এবার কেরলের রাজ্যপাল বললেন, ওই না-হওয়া কাজ শেষ করেছেন নরেন্দ্র মোদি। কিন্তু নেহরু পরিবারের মানুষেরা সেই কৃতিত্ব দিতে নারাজ বলে তাঁদের উদ্দেশে তোপ দেগেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ।