মুকুল রায়ের অন্তর্ধান নিয়ে জলঘোলা দিনভর। ঘটনায় বড় টাকার খেলা রয়েছে, দাবি শুভ্রাংশুর। অভিষেকের নাম জড়ানো নিয়ে আপত্তি কুণালের। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি সিবিআইয়ের। করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। এড়াতে হবে ভিড়, জনবহুল এলাকায় পরামর্শ মাস্ক পরারও। মিড ডে মিলে দুর্নীতি নেই, সাফাই শিক্ষামন্ত্রীর। জমি বিতর্কে ফের বিশ্বভারতীকে চিঠি অমর্ত্য সেনের। আইন বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি নিয়ে ফের সরব শীর্ষ আদালত।
হেডলাইন:
আরও শুনুন: 16 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- দাবদাহ বঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. মুকুল রায়ের আচমকা উধাও হয়ে যাওয়া নিয়ে চড়ল রাজ্য-রাজনীতির পারদ। সল্টলেকের বাড়ি থেকে অন্তর্ধানের পর দিল্লি বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে। তার আগেই বিমানবন্দর থানায় বাবাকে নিয়ে নিখোঁজ ডায়েরি করেন ছেলে শুভ্রাংশু রায়। এদিন বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এ বিষয়ে বড় ‘রহস্য’ রয়েছে বলেও দাবি করেন বীজপুরের প্রাক্তন বিধায়ক। এর পিছনে বড় টাকার খেলা আছে, অভিযোগ শুভ্রাংশুর। তাঁর আরও দাবি, তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি হচ্ছে। তবে মুকুল অন্তর্ধান নিয়ে সেভাবে মুখ না খুললেও ঘটনায় অভিষেকের নাম জড়ানো নিয়ে আপত্তি তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর পালটা জবাব, “সব ব্যাপারে অভিষেককে ডেকে এনে ঢাল করা ঠিক না। আগে তো বলতে পারতেন যে সিবিআই অভিষেককে নিয়ে যা করছে, সেটা অন্যায়। মুকুলবাবু তো কিছু বলেননি অভিষেকের কথা। এখন ওঁর ছেলে কেন বলছেন?” এদিকে এর মধ্যে বিজেপি নেতা অনুপম হাজরার ‘প্রত্যাবর্তন’ লেখা টুইটে উসকে উঠেছে মুকুল রায়ের দলবদলের জল্পনাও।
2. মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সিবিআই। নিজেদের ভুল শুধরে নিয়ে কেন্দ্রীয় সংস্থা জানাল, ১৭ তারিখ অর্থাৎ সোমবার যে চিঠিটি পাঠিয়ে তাঁকে হাজিরার কথা বলা হয়েছিল, তা আপাতত আর কার্যকরী নয়। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত ওই চিঠি স্থগিত রাখা হচ্ছে।
শিক্ষা দুর্নীতি কাণ্ডে ধৃত দলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে তাঁকে জেরা করা প্রয়োজন বলে আদালতে আবেদন করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সেই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে, তাঁকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে অভিযোগে টুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে তড়িঘড়ি নিজেদের ভুল শুধরে নতুন করে অভিষেককে চিঠি পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর, স্পিড পোস্টের বদলে হাতে হাতে পাঠানোর কারণেই আগের চিঠি পৌঁছতে দেরি হয়েছিল। তা ছাড়া সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়ে তাঁরা সময়মতো জানতে পারেননি বলেই এই বিভ্রাট, দিল্লির সিবিআই দপ্তরে এমনটাই জানিয়েছেন কলকাতার আধিকারিকেরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।