কুন্তলের চিঠির জেরে অভিষেককে হাজিরার নোটিস সিবিআই-এর। হেনস্তার অভিযোগে বিজেপিকে তোপ নেতার। শাহর পদত্যাগের দাবিতে সরব মমতা। ক্ষমতায় ফিরবে না বিজেপি, চব্বিশের আগে বিরোধী ঐক্যে শান নেত্রীর। জাল আধার কার্ড খুঁজতে তৎপর কেন্দ্র। খারিজ ধৃত তৃণমূল বিধায়কের জামিনের আবেদন। চারদিনের সিবিআই হেফাজতে জীবনকৃষ্ণ সাহা। গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। মোহনবাগানের পর সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গলও।
হেডলাইন:
আরও শুনুন: 16 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- দাবদাহ বঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও মিলল না রেহাই। এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। নিয়োগ-কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় সোমবারই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি। কিন্তু তা সত্ত্বেও এদিন হাজিরার নোটিস পেয়ে অভিষেকের দাবি, ইচ্ছাকৃতভাবে হেনস্তা করার জন্যই তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আর ইডিকে দিয়ে বিজেপি যে আদালত অবমাননা করাচ্ছে, এই ঘটনায় তা স্পষ্ট হয়ে গেল বলে তোপ অভিষেকের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও জানিয়েছেন, গত ১৩ এপ্রিল হাই কোর্টের বিচারপতির আদেশকে মান্যতা দিয়েই এই নোটিস পাঠানো হয়েছে। এর সঙ্গে অন্য কোনও মামলা, এমনকি সিবিআইয়ের নিজস্ব কোনও তদন্তেরও সম্পর্ক নেই। সিবিআইয়ের পাঠানো নোটিসটি টুইটারে পোস্ট করে বিজেপিকে কার্যত তুলোধোনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
2. চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধিতার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসনে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই ঘটনা ঘটলে ২০২৫-এই তৃণমূল সরকারের পতন হবে। কীভাবে তিনি নির্বাচিত সরকারকে এই উপায়ে উৎখাতের কথা বলেন, তা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে শাসকদল। এবার অমিত শাহর সেই মন্তব্যের জবাবে তাঁর পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন আইনে এই কথা বলতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশ্ন তুলে এদিন সাংবাদিক সম্মেলনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে ফের বিরোধী ঐক্যে শান দিলেন তিনি। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি বিরোধী দলগুলিকে আবার বলব, আসুন, আমরা সবাই একসঙ্গে মিলিত হই। আমরা সবাই যদি মিলিত হই তাহলে আমি নিশ্চিত, ২০২৪ এ বিজেপি আসবে না।” ২০১৯ এর লোকসভা ভোটেও তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে বিরোধীদের ঐক্যমঞ্চ তৈরির প্রাথমিক চিত্র দেখা গিয়েছিল। এবার দেশজুড়ে একাধিক বিরোধী নেতৃত্বের কেন্দ্রীয় তদন্তে জড়িয়ে যাওয়ার মধ্যেই ফের বিরোধীদের এক হওয়ার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।