গোল নয়। চাকার আকৃতি চৌকো। আর সেই চাকা দিয়ে তৈরি সাইকেল চড়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। ভিডিও দেখে কী বলছে নেটদুনিয়া? আসুন শুনে নিই।
চৌকো আকৃতির চাকা কখনও দেখেছেন। যদি বলি সেই চাকা জোড়া হয়েছে একটা সাইকেলে। যা চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। বিশ্বাস করবেন? নিজে চোখে দেখলে অন্তত না করে উপায় নেই। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে এমনটাই।
আরও শুনুন: পরনের পোশাকে গণপতি, করছেন মদ্যপান, গায়িকার উপর চটে লাল নেটিজেনরা
চাকা সাধারণত গোলাকৃতিই হয়। বলা বাহুল্য এই চক্র থেকে যদি চাকা শব্দের উৎপত্তি ভাবা হয়, তাহলে সেই চক্রও তো গোলই হয়। তাই কল্পনাতেও অন্য কোনও আকৃতির চাকার কথা ভাবা কঠিন। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সে ধারণা বদল হতে বাধ্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সাইকেল চালাচ্ছেন। আপাত দৃষ্টিতে সেই সাইকেলে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু যত অভিনবত্ব দুটো চাকায়। চাকা দুটি চৌক আকৃতির। অথচ তাতে কোনও সমস্যাই হচ্ছে না। দিব্য গড়িয়ে চলছে সাইকেল। তবে ভিডিওটি ভালো করে দেখলে অন্য একটা ব্যাপার বেশ পরিষ্কার হবে। দেখা যাবে, সাধারণ গোল চাকার ক্ষেত্রে যেমন গোটা চাকাটাই ঘোরে এক্ষেত্রে ঠিক তেমনটা হচ্ছে না। চৌক আকৃতির চাকার উপর থাকা টায়ারটুকুই যেন ঘুরছে। চাকার ভিতরে থাকা স্পোকগুলিও যে কে সেই। তবে সেদিকে নজর দিতে নারাজ নেটজেনরা। এমন অদ্ভুত জিনিস যে কেউ কল্পনা করতে পারেন, সেকথা ভেবেই অবাক হচ্ছেন সকলে। তাঁর ওপর ভিডিওতে ওমন চাকা লাগানো সাইকেল চলতে দেখে আরও বিস্মিত হয়েছে নেটদুনিয়া।
আরও শুনুন: ছিলেন লাইব্রেরিয়ান, বইপত্র ছেড়ে এখন পুরুষাঙ্গের ‘রেটিং’ দেওয়াই পেশা তরুণীর
আসলে এই সাইকেল তৈরি করেছে এক মার্কিন ইঞ্জিনিয়র। নতুন বা অভিনব জিনিস তৈরি করা তাঁর নেশা। এই বিষয়ে তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। এর আগেও অদ্ভুত জিনিস তৈরি করেছেন তিনি। তবে তাঁর এই সাম্প্রতিকতম আবিষ্কার রীতিমতো অবাক করেছে সকলকে। নেটিজেনরাও ওই ভিডিও ঘিরে অদ্ভুত মন্তব্য করেছেন। মোটের উপর সকলে তাঁর অভিনব ভাবনার প্রশংসাও করেছেন। তবে সেসবের মধ্যে লুকিয়ে আছে হাস্যরস। তবে সব মিলিয়ে এই ভিডিও ঘিরে যে বেশ মজে আছে নেতদুনিয়া সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
How The Q created a bike with fully working square wheels (capable of making turns)
[full video: https://t.co/wWdmmzRQY3]pic.twitter.com/bTIWpYvbG1
— Massimo (@Rainmaker1973) April 11, 2023