একখানা বলের চেয়েও নাকি ছোট্ট সে। না না, কোনও বস্তু নয়, জলজ্যান্ত এক চতুষ্পদ। বিশ্বের সবচেয়ে বেঁটে কুকুর হিসেবে ইতিমধ্যেই গিনেস বুকেও নাম তুলে ফেলেছে এই কুকুরটি। আসুন, শুনে নেওয়া যাক।
অদ্ভুত সব রেকর্ডকে দুই মলাটে ধরে রাখার জন্যই খ্যাতি গিনেস বুকের। আর সেই ব্যতিক্রমের দুনিয়াতেই দিব্যি জায়গা করে নিয়েছে এই খুদে প্রাণীটি। বলা ভাল, খুদে হওয়ার দরুনই এখানে জায়গা হয়েছে তার। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বেঁটে কুকুর হিসেবেই বিশ্বরেকর্ড গড়েছে সে। সম্প্রতিই তাকে সেই স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। গিনেস বুকের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই কুকুরটির ছবি পোস্ট করে দর্শকদের উদ্দেশে বলা হয়েছে, বিশ্বের খুদ্রতম কুকুর পার্লকে স্বাগত জানাতে।
আরও শুনুন: ‘মোদিজি, একটা স্কুল বানিয়ে দিন’, অপরিচ্ছন্ন স্কুল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার কাশ্মীরি খুদের
এর আগে বিশ্বের ক্ষুদ্রতম কুকুরের রেকর্ড ছিল মিরাকল মিলি-র। তার উচ্চতা ছিল মাত্র ৩.৮ ইঞ্চি। ঘটনাচক্রে সেই কুকুরটিরই যমজ বোনের সন্তান এই খুদে কুকুর। তবে ইনি কিন্তু তার সম্পর্কিত মাসি মিলির চেয়েও আকারে ছোট। চিহুয়াহুয়া প্রজাতির এই মেয়ে কুকুরটির নাম পার্ল। জন্ম ২০২০ সালের ১ সেপ্টেম্বর অর্ল্যান্ডোর ক্রিস্ট্যাল ক্রিক পশু হাসপাতালে। তবে তার বর্তমান ঠিকানা ইতালিতে ভ্যানেসা সেলমারের বাড়ি। ভ্যানেসা জানিয়েছেন, এমনিতে চিহুয়াহুয়া প্রজাতির কুকুর বেশ রাগী হলেও পার্ল কিন্তু শান্তশিষ্টই। তবে সাজগোজ করার শখ রয়েছে তার। সেই মতোই তাকে নতুন নতুন জামা পরিয়ে সাজানো হয়।
আরও শুনুন: বয়স কোনও বাধাই নয়! সরকারি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার ১০৮ বছরের মহিলার
মাত্র দু-বছর বয়সেই বিশ্বরেকর্ড করে ফেলেছে পার্ল। তার উচ্চতা ৩.৫৯ ইঞ্চি, অর্থাৎ মাত্র সোয়া ৯ ইঞ্চি। দৈর্ঘ্য ৫ ইঞ্চি। অর্থাৎ কিনা, টিভির রিমোটের থেকেও ছোট এই খুদে কুকুরটি। তুলনা করার জন্য বলা যায়, উচ্চতায় সে একটি কাঠি আইসক্রিমের চেয়েও ছোট। আর দৈর্ঘ্যের দিক দিয়ে এক ডলারের নোটের প্রায় সমান সমান আকার তার। এই আকারের দৌলতেই নয়া রেকর্ডের দাবিদার হয়ে গিয়েছে পার্ল। কিছুদিন আগে ‘দেই রেকর্ড’ নামে একটি ইতালিয়ান টিভি শোতে দেখে গিয়েছিল পার্লকে। সেখানে প্রভূত জনপ্রিয়তা কুড়িয়েছিল সে। আর তারপর সরাসরি গিনেস বুকেও জায়গা করে নিল সে।