ভারতীয় সংবিধানের প্রাণপুরুষ ড. বি. আর. আম্বেদকরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতা-সহ সকলেই। কিন্তু তেমনটা করতে গিয়েই বেকায়দায় পড়লেন এক বিজেপি নেত্রী। সোশ্যাল মিডিয়ায় বাবাসাহেবকে শ্রদ্ধা জানাতে গিয়ে স্বামী বিবেকানন্দের ছবি পোস্ট করে বসেছেন তিনি। ঘটনায় স্বাভাবিকভাবেই উসকে উঠেছে বিতর্ক। আসুন শুনে নেওয়া যাক।
ভারতের ইতিহাসে দুজনেই স্মরণীয়। একজন হিন্দুধর্মকে প্রতিষ্ঠা দিয়েছিলেন বিশ্বের দরবারে। আরেকজন দেশের মাটি থেকে মুছে দিয়েছিলেন ভেদাভেদের বেড়াজাল। দুজনের বয়সের তফাতও যথেষ্টই বেশি। অথচ জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে দুই মনীষীর মধ্যে গুলিয়ে ফেলেছেন এক বিজেপি নেত্রী। সোশ্যাল মিডিয়ায় স্বামী বিবেকানন্দের ছবি শেয়ার করেই আম্বেদকরের গুণগান গেয়েছেন তিনি।
আরও শুনুন: বয়স কোনও বাধাই নয়! সরকারি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার ১০৮ বছরের মহিলার
ঘটনাটি তেলেঙ্গানার। সেখানকার বিজেপি নেত্রী সিন্ধু রেড্ডি সম্প্রতি এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। এদিন সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ড. আম্বেদকরের উদ্দেশে শ্রদ্ধামূলক পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে বাবাসাহেবের নামে প্রশংসার বন্যা বইয়ে দেন তিনি। সমাজের ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে তাঁর অবদানের কথা স্মরণ করেন এই বিজেপি নেত্রী। দেশের উন্নতির পথে বাবাসাহেব আম্বেদকরের অবদান যে অনস্বীকার্য, সে কথাও নিজের পোস্টে উল্লেখ করেন সিন্ধু। কিন্তু এই লেখার সঙ্গে তিনি যে ছবিটি দিয়েছিলেন তাতেই শুরু হয় বিতর্ক। হবে নাই বা কেন! তিনি যে ছবিটি পোস্ট করেছিলেন তা আসলে স্বামী বিবেকানন্দের। ছবিতে দেখা গিয়েছিল, বিবেকানন্দের মূর্তির নীচে হাতজোড় করে দাঁড়িয়ে আছেন ওই বিজেপি নেত্রী। কিন্তু আম্বেদকরের জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে বিবেকানন্দের ছবি কেন পোস্ট করলেন তিনি? বলা বাহুল্য, স্রেফ ভুল করেই এহেন কাণ্ড ঘটিয়েছেন ওই বিজেপি নেত্রী।
আরও শুনুন: কেউ যুদ্ধ করেছেন, কেউ সামলেছেন সিংহাসন… ভারতীয় মুদ্রায় কুর্নিশ জানানো হয়েছে যে নারীদের
কিন্তু ভুল তো ভুলই। তাঁর পোস্ট দেখেই হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে। এই ভুলের জেরে নেত্রীর দিকে কটাক্ষও ছুড়েছেন অনেকেই। যদিও বেশিক্ষণ সেই পোস্ট রাখেননি সিন্ধু। ভুল বুঝতে পেরেই ছবিটি নেট দুনিয়া থেকে মুছে ফেলেন। বদলে ড. আম্বেদকরের একটি ছবিও পোস্ট করেন তিনি। কিন্তু তাতেও মুখরক্ষা হয়নি। যেটুকু সময় ওই ভুল পোস্ট ছিল তাতেই পোস্টের স্ক্রিনশট তুলে নেটমাধ্যমে ছড়িয়ে দেন অনেকে। দলিতদের প্রতি বিজেপির মনোভাব নিয়ে আগেও কম বিতর্ক হয়নি। এবার খোদ আম্বেদকরের জন্মদিনে বিজেপি নেত্রীর এহেন কাণ্ডে জলঘোলা হল আরও।
BJP leaders should know difference between Babasaheb Ambedkar and Swami Vivekananda 🤦🏾🤦🏾🤦🏾
Whatsapp University students ! pic.twitter.com/7jttXtwj1y
— Krishank (@Krishank_BRS) April 14, 2023