গঙ্গার নিচ দিয়ে এবার সফলভাবে ছুটল মেট্রো। বাংলার মিড ডে মিলেও দুর্নীতির হদিশ। ৬ মাসে গরমিল ১০০ কোটি টাকার। কেন্দ্রকে রিপোর্ট দিল রিভিউ কমিটি, অভিযোগ ওড়াল তৃণমূল। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নবান্নে। সব দপ্তরের মন্ত্রীদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সব কাজ সারার নির্দেশ মুখ্যসচিবের। নিয়োগ দুর্নীতি মামলায় কাটল না জট। সুপ্রিম কোর্টেও ঝুলেই রইল চাকরিহারাদের ভবিষ্যৎ। বিরোধী জোটের লক্ষ্যে বড় পদক্ষেপ। রাহুলের সঙ্গে বৈঠক নীতীশ-তেজস্বীর।
হেডলাইন:
আরও শুনুন: 11 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- সুপ্রিম কোর্টে ফের পিছাল ডিএ মামলার শুনানি, হতাশ আন্দোলনকারীরা
বিস্তারিত খবর:
1. বুধবার নয়া ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। এবার সফলভাবে গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রোর একটি রেক। মাত্র আধঘণ্টায় মহাকরণ থেকে পৌঁছে গেল হাওড়া ময়দানে। এরপর ট্রায়াল রান শুরু হবে বলেই খবর।
বউবাজার বিপর্যয়ের পর কিছুটা শ্লথ হয়েছিল মেট্রোর কাজের গতি। আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। ১১টা ৪০ মিনিট নাগাদ মেট্রোর রেকটি মহাকরণ থেকে রওনা দেয়। কোনওরকম বাধাবিঘ্ন ছাড়াই হাওড়া হয়ে সেটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। মহাকরণ থেকে হাওড়া পৌঁছতে গঙ্গার নিচের সুড়ঙ্গ দিয়ে ছোটে রেকটি। এই সাফল্যের জেরে আরও এক ধাপ এগিয়ে গেল হাওড়া মেট্রোর নির্মাণকাজ।
2. দুর্নীতি ইস্যুতে এবার নয়া অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। মাত্র ছ’মাসে মিড-ডে মিল প্রকল্পে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যে, এমনটাই খবর সংবাদ সংস্থা সূত্রে। মিড-ডে মিল নিয়ে তদন্তের জন্য রাজ্য সফর করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দল দাবি করেছে, রাজ্য সরকার ১৬ কোটি মিড-ডে মিলের ভুয়ো হিসাব পেশ করেছে। ২০২২ সালের প্রথম দুই ত্রৈমাসিকের রিপোর্টে গরমিল দেখা গিয়েছে। কেন্দ্রের কাছে রাজ্যের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৪০ কোটি ২৫ লক্ষ মিড ডে মিল দেওয়া হয়েছে। কিন্তু জেলা থেকে রাজ্যের কাছে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ১২৪ কোটি ২২ লক্ষ মিড ডে মিল দেওয়া হয়েছে। এর ফলে, ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, নির্ধারিত পরিমাণের চেয়ে ৭০ শতাংশ কম খাবার পড়ুয়াদের সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ। রাজ্যে মিড-ডে মিল প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে আগে থেকেই সরব হয়েছিল রাজ্য বিজেপি। যার জেরে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছে শিক্ষা মন্ত্রকের জয়েন্ট রিভিউ প্যানেল। যদিও এই রিপোর্ট উড়িয়ে বিজেপি শিবিরকে পালটা তোপ দেগেছে তৃণমূল। রিপোর্টে রাজ্যের প্রতিনিধির স্বাক্ষর নেই জানিয়ে একে একতরফা রিপোর্ট বলে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।