রাজনৈতিক নেতা মানেই তাঁরা জনতার প্রতিনিধি। জনগণের কল্যাণ করাই তাঁদের ব্রত, বলা হয় এমনটাই। আর সেই কল্যাণের কামনাতেই এবার অভিনব কাণ্ড ঘটালেন বিজেপি নেতা সম্বিত পাত্র। মানুষের শান্তির জন্য গরম কয়লার উপর দিয়ে হাঁটলেন তিনি। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
সাধারণ মানুষের আস্থা অর্জন করতে নয়া পদক্ষেপ গেরুয়া শিবিরের। নিজের নির্বাচনী এলাকায় এসে আমজনতার মঙ্গল কামনার উদ্দেশ্যে অভিনব কাণ্ড ঘটালেন বিজেপির জাতীয় মুখপাত্র। সাধারণ মানুষের শান্তির জন্য তাদের সঙ্গেই পা মেলালেন সম্বিত পাত্র। জ্বলন্ত কয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটে দেবীদর্শনে গেলেন বিজেপি নেতা। যে ঘটনা দেখে অভিভূত স্থানীয় বাসিন্দারা। নেতার চলার পথের দুপাশে ভিড় করে দাঁড়িয়ে তাঁকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: অগ্নিহোত্রীর অগ্নি-সাহসে ইতি, জাগল বিবেক, টুইটের জেরে ক্ষমা চাইলেন আদালতে
আসলে সম্প্রতি পুরীতে ঝামু যাত্রা চলছে। যেখানে জ্বলন্ত কয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটে দেবতার উদ্দেশে যাত্রা করেন ভক্তরা। পথের শেষে থাকে দুলন দেবীর মন্দির। এই কষ্ট সহ্য করার মাধ্যমেই দেবীর প্রতি আনুগত্য প্রকাশ করেন ভক্তরা। তাঁরা মনে করেন, এই কৃচ্ছ্রসাধনের ফলেই তাঁদের মনোবাসনা পূর্ণ করবেন দেবী। সেই ধর্মীয় আচারেই এবার নিজে অংশ নিলেন বিজেপি শিবিরের এই নেতা। পুরী জেলার রেবতীরমণ গ্রামে গিয়ে এই যাত্রায় পা মেলান সম্বিত পাত্র। গরম কয়লার উপর দিয়ে প্রায় ১০ মিটার পথ হেঁটে যান তিনি। আর এই গোটা পথেই তাঁকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। নেতার গলায় মালা দিয়ে, দেবীর উদ্দেশে জয়ধ্বনি দিয়ে ও খোল করতাল বাজিয়ে উৎসাহ জোগান তাঁরা। এলাকার শান্তির জন্য এবং স্থানীয় মানুষের কল্যাণের জন্যই এহেন পদক্ষেপ করেছেন তিনি, এমনটাই দাবি সম্বিত পাত্রর। এই যাত্রায় অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি, দাবি গেরুয়া শিবিরের নেতার।
আরও শুনুন: নিজের ডিগ্রি নিজে দেখাও! মোদিকে বিঁধেই নয়া ক্যাম্পেন চালু কেজরির দলের নেতানেত্রীদের
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরী কেন্দ্র থেকেই প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সম্বিত পাত্র। যদিও বিজু জনতা দলের প্রার্থীর কাছে ১০ হাজার ভোটে হেরে যান তিনি। তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজের কেন্দ্রের মানুষের মন জয় করতে যে তৎপর সম্বিত পাত্র, এহেন পদক্ষেপে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।