বিশেষ প্রজাতির এক আম। স্বাদে গন্ধে অন্যান্য যে কোনও ফলকে টেক্কা দেবে। কিন্তু দামও তেমন। ইচ্ছা হলেই সেই আম খাওয়া হয় না অনেক মধ্যবিত্তের। তাই আম কেনার টাকাও এবার মাসিক কিস্তিতে নেওয়ার ঘোষনা করেছেন এক ভারতীয় ব্যবসায়ী। গাড়ি, ফ্রিজ কিংবা মোবাইলের মতো আমও কেনা যাবে ইএমআই দিয়ে। কোন প্রজাতির আমের কথা বলছি? আসুন শুনে নিই।
গাড়ি, টিভি কিংবা ফ্রিজ নয়। আম কেনার টাকাও শোধ করা যাবে মাসিক কিস্তিতে। যদিও ব্যবসার জন্য প্রচুর পরিমাণ আম কেনার টাকা নয়। স্রেফ ১-২ কিলো আম কিনলেও, সেই টাকা শোধ করা যাবে মাসে মাসে অর্থাৎ দেওয়া যাবে ইএমআই।
আরও শুনুন: সন্তান নেই, ছিল তার ‘শুক্রাণু’, নাতনিকে পৃথিবীতে এনে ঠাকুমা হলেন ‘মা’
সম্প্রতি পুনার এক আম ব্যবসায়ী এমনই ঘোষণা করেছেন। আলফানসো নামে এক বিশেষ প্রজাতির আম স্বাদে-গন্ধে অন্যান্য সমস্ত প্রজাতি আমকে টেক্কা দেয়। ভারতে খুবই সীমিত জায়গায় এই আমের চাষ হয়। তাই এর দামও হয় আকাশছোঁয়া। মাত্র এক ডজন আমের দামই হতে পারে ১৩০০ টাকা। তাই ইচ্ছা থাকলেও অনেক সময় এ স্বাদের ভাগ নিতে ব্যর্থ হন অনেকেই। কিন্তু পুনার আম ব্যবসায়ী গৌরব সানাস ঘোষণা করেছেন, তাঁর কাছ থেকে আলফানসো আম কেনা যাবে ইএমআই-তেও। অর্থাৎ বাড়ির প্রয়োজনে অল্প পরিমাণ আম কিনলেও সেই টাকা মাসিক কিস্তিতে শোধ করার সুযোগ থাকবে।
আরও শুনুন: মোদির পড়াশোনা নিয়ে প্রশ্ন সিসোদিয়ার! কেমন ছিল অতীত প্রধানমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা?
গৌরবের দাবি, আজকাল মোবাইল, ফ্রিজ থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনের অনেক জিনিসই ইএমআইতে কেনার ব্যবস্থা থাকে। একবারে বেশি টাকা দিতেও হয় না আবার জিনিসটাও ঘরে আসে। তাই আলফানসো আমের ক্ষেত্রে সেই ব্যবস্থা করতে সমস্যা কোথায়! একেবারে পুরো দাম না দিতে হলে অনেকেই আলফানসোর কিনতে পারবেন। যেমন ভাবা তেমন কাজ। ঘোষণা করে দেন তাঁর দোকান থেকে ইএমআই-তেই আলফানসো আম কেনা যাবে।
আরও শুনুন: বদলাচ্ছে ভাবনা! পুরুষ সঙ্গী ছাড়াই হজে যাচ্ছেন ৪৩০০ মুসলিম মহিলা
এক্ষেত্রে গ্রাহককে আলাদা কোনও নিয়ম বা শর্ত মানতে হবে না। ঠিক যেভাবে মোবাইল বা ফ্রিজ কেনার সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে হয় এখানেও তেমনটাই করতে হবে। তারপর সেই টাকা ৩ মাস ৬ মাস কিংবা ১ বছর ধরে শোধ করা যাবে। তবে এক্ষেত্রে নূন্যতম ৫০০০ হাজার টাকার আম কেনার শর্ত রেখেছেন গৌরব। তাঁর এই অভিনব ব্যবসায়িক কৌশলে যারপরনায় খুশি অনেকেই। নেটদুনিয়াও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তবে মুদ্রাস্ফীতির জেরে প্রতি বছর যে হারে আম বা অন্যান মরশুমি ফলের দাম বাড়ছে তাতে সব কিছু কেনার জন্যই মাসিক কিস্তির ব্যবস্থা হলে ভালো হয়। এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।