উড়ানের শুরুতে ঘোষণা করবেন পাইলট। বিমানযাত্রায় এমনটাই রীতি। তবে সেই ঘোষণায় যদি ভেসে আসে ধোনির নাম! অবাক হতে হয় বইকি! তবে আসবে নাই-বা কেন! যে উড়ানে আছেন স্বয়ং ধোনি, সেখানে কি তাঁকে বাদ দিয়ে কোনও কিছু ঘোষণা করতে মন চায়! অতএব পাইলট নিজের ঘোষণাতে ধোনির কাছে জানালেন এক বিশেষ আরজি। কী সেই দাবি? শুনে নিই।
ক্রিকেটের বিশ্বে দেশকে তিনি সাফল্যের সোনার শিখরে পৌঁছে দিয়েছেন। মাহি-ম্যাজিক ভারতীয় ক্রিকেটের এমন এক জাদুকরী অধ্যায়, যে ইন্দ্রজালে বুঁদ হয়ে আছে কয়েক প্রজন্ম। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তা-ও তো অনেকদিন হয়ে গেল। তবু ধোনির নামে আজও আসমুদ্র হিমাচল চঞ্চল হয়। এমনকী এই আপিএল-এ তিনি যখন খেলতে নামেন, তখন তাঁর জনপ্রিয়তার ঢেউ ঈর্ষার কারণ হতে পারে বহু তরুণ ক্রিকেটারের কাছে। অধিনায়ক হিসাবে চেন্নাইকেও তিনি দিয়েছেন বহু সাফল্য। বলা যায়, আইপিএল-এর ইতিহাসেও ধোনিযুগ একটা স্মরণীয় অধ্যায়।
আরও শুনুন: নামে নয়, প্রণামেই বড় হয় মানুষ… আপনি আচরি ধর্ম শেখালেন অরিজিৎ
এই তো সেদিন আইপিএল-এর উদ্বোধন অনুষ্ঠানে শুধু তাঁর খেলা দেখবেন বলেই হাজির কাতারে কাতারে দর্শক। আর অরিজিৎ সিং যখন তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তখন যেন আরও একবার বোঝা গেল, ধোনি শুধু একজন ক্রিকেটারের নাম নয়, বরং তিনি কয়েক প্রজন্মের আবেগেরই সমনাম। সেই ধোনিকে উড়ানে পেয়ে নিজের আবেগ আর চেপে রাখতে পারেননি এক পাইলট। নিয়মাফিক ঘোষণার পাশাপাশি, তিনি ধোনির কাছেই জানালেন আরজি। এমনিতে ধোনি তাঁর কেরিয়ারের প্রান্তসীমাতেই দাঁড়িয়ে আছেন। তবু এখনও তাঁর ক্ষুরধার অধিনায়কত্ব আর ছক্কার দাপট জানিয়ে দিয়ে যায়, ধোনি আছেন ধোনিতেই। চেন্নাই দলের সতীর্থরা বলছেন, আরও গোটা দুই সিজন অনায়াসে খেলতে পারেন তিনি। সে কথা বোধহয় মাথায় ছিল পাইলটের। আর তাই নিজের ঘোষণার সময় ধোনিকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “স্যার,আমি আপনার ফ্যান। আপনি প্লিজ চেন্নাইয়ের অধিনায়ক হয়েই থাকুন, ছেড়ে দেবেন না।” ছোট্ট এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত। আর সকলেই বলছেন, এ তো শুধু পাইলটের কথা নয়। বরং অগণিত ক্রিকেটপ্রেমীর মনের কথা। অন্তত চেন্নাইয়ের অধিনায়ক হয়েই থাকুন ধোনি। আর ক্রিকেট দেখুক কোহিনূরের জৌলুস। এ প্রার্থনা তো সকলেরই।
Pilot : “Please continue to be a captain of CSK. I’m a huge fan of you sir.” ❤️@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/fXiNwuNgI0
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) April 6, 2023