কথায় বলে, মায়ের সঙ্গে সন্তানের নাড়ির টান। সেই টানেই হয়তো, দুজনে আলাদা হয়ে যাওয়ার পরেও ফের দেখা হল মা ও শিশুর। হ্যাঁ, তুরস্কের ভয়াবহ ভূমিকম্প আলাদা করে দিয়েছিল তাঁদের। কিন্তু সেই দুঃস্বপ্নের ৫৪ দিন পর মায়ের কোল ফিরে পেল একরত্তি। আসুন, শুনে নেওয়া যাক।
ভালমতো জ্ঞান হওয়ার আগেই সব হারিয়েছিল একরত্তি শিশুটি। ভয়ংকর ভূমিকম্পের জেরে মাথার উপর থেকে ছাদ সরে গিয়েছিল তার। এমনকি পরিবারের থেকেও আলাদা হয়ে গিয়েছিল সে। অবশ্য সে নিজেও যে জীবন ফিরে পাবে, এমন আশাও ছিল না। কারণ ভূমিকম্পের দরুন ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিল সে। ঘটনার ১২৮ ঘণ্টা পর কোনোক্রমে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই দীর্ঘ সময় ধ্বংসস্তূপের মধ্যে সম্পূর্ণ একা, অরক্ষিত অবস্থায় থেকেও যে এই খুদে বেঁচে গিয়েছিল, সে ঘটনাকে ‘মিরাকল’ অর্থাৎ অভাবনীয় বলে আখ্যা দিয়েছিলেন সকলেই। ‘অলৌকিক শিশু’ নামেই খ্যাতি কুড়িয়েছিল এই খুদে।
আরও শুনুন: মাছ খেয়েই মৃত্যু মহিলার, কোমায় স্বামীও… নেপথ্যে কোন রহস্য?
কিন্তু ভাগ্য, নাকি দুর্ভাগ্য? শিশুটি বেঁচে গেলেও, জানা গিয়েছিল তার মা মারা গিয়েছেন। সেভাবে জ্ঞান হওয়ার আগেই মাকে হারাল যে শিশু, তার জন্য চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সকলকেই আশ্বস্ত করে সুখবর দিলেন ইউক্রেনের মন্ত্রী আন্তন জেরাশ্চেঙ্কো। সম্প্রতি একটি টুইট করে তিনি জানিয়েছেন, শিশুটির মা বেঁচে রয়েছেন। অন্য একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। উদ্ধার হওয়ার পর সেই শিশুর ছবি এবং এখন মায়ের কোলে তার ছবি, এই দুটি ছবিও পাশাপাশি পোস্ট করেছেন ইউক্রেনের মন্ত্রী।
আরও শুনুন: সবার উপরে মানুষ সত্য! বৃদ্ধ গ্রামবাসীর সঙ্গে মাটিতেই বসে পড়লেন তরুণী IAS অফিসার
আসলে এই মারাত্মক ভূমিকম্পে অনেকেই তাঁদের স্বজনদের হারিয়েছেন। এমনকি তাঁরা মৃত না জীবিত, জীবিত থাকলেই বা কোথায় রয়েছেন, সে কথা পর্যন্ত জানতে পারেননি অনেকেই। এই পরিস্থিতিতে আত্মীয় পরিজনদের খুঁজে পেতে সহায়ক হয় ডিএনএ টেস্ট। আর সেই পরীক্ষার ফলেই এই শিশুটি ফিরে পেয়েছে তার মাকে। ৫৪ দিন একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকার পর অবশেষে মায়ের কোলেই ফিরে গিয়েছে তাঁর সন্তান। এই ঘটনায় ‘অলৌকিক’ শিশুর সঙ্গে আরও এক অলৌকিক কাণ্ড ঘটল বলেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা।