বিজেপির শাসনে নাকি কোনোরকম হিংসার ঘটনা ঘটে না। অমিত শাহের এই মন্তব্যকে নয়া ‘জুমলা’ বলে দাগিয়ে দিলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। ঠিক কী বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? আসুন, শুনে নেওয়া যাক।
হিংসা প্রসঙ্গে হাতিয়ার অমিত শাহের মন্তব্যই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ গোটা বিজেপি শিবিরকেই কড়া তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। আসলে বিহারের অশান্তি ইস্যুতে সম্প্রতি এক জনসভা থেকে শাহ মন্তব্য করেন, বিজেপিশাসিত রাজ্যে কোনোরকম হিংসার ঘটনা ঘটে না। আর এই মন্তব্যের প্রেক্ষিতে রীতিমতো তথ্য পরিসংখ্যান তুলে ধরে কপিল সিব্বল-এর দাবি, এখানেও ‘জুমলা’ করছেন শাহ।
আরও শুনুন: ‘আমাদের দেশে তো রান্নার গ্যাস নেই!’, গ্যাসের দাম কমানোর আরজি শুনেই সাফাই নির্মলার
রামনবমীতে অশান্তির জেরে সরগরম বিহারের সাসারাম নালন্দা এলাকা। সাম্প্রদায়িক হিংসার জেরে একাধিক সংঘর্ষ হয়েছে সেখানে। এমনকি নিজের কর্মসূচি বাতিল করতেও বাধ্য হয়েছেন অমিত শাহ। এরপরেই বিহারের অন্যত্র জনসভা করে তিনি দাবি করেন, বিজেপির শাসনে এহেন ঘটনা ঘটে না। নীতীশ কুমারের সরকারের দিকে কড়া আক্রমণ শানিয়ে বিজেপির তরফে নির্বাচনী প্রচারও সেরে ফেলেন অমিত শাহ। তাঁর সাফ দাবি, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে বিহারে ক্ষমতায় আসবে বিজেপি। “ক্ষমতায় এলে উল্টো করে ঝোলানো হবে দাঙ্গাবাজদের”, জনসভা থেকে হুঙ্কার অমিত শাহের। এরপরেই তাঁর উদ্দেশে পালটা তোপ দেগেছেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে কপিল সিব্বল জানিয়েছেন, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে মোট ৫৪১৫-টি সাম্প্রদায়িক হিংসার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে কেবল যোগীরাজ্য উত্তরপ্রদেশেই ৯ বার সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ে। ২০২১ সালে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপিশাসিত হরিয়ানায়। তালিকায় পিছিয়ে নেই মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের মতো বিজেপির দখলে থাকা এলাকাগুলিও। সরাসরি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র রিপোর্ট তুলে ধরেই এ কথা জানিয়েছেন কপিল সিব্বল।
আরও শুনুন: ‘বিদেশিনীর সন্তান দেশপ্রেমিক হবে কী করে!’ রাহুলকে বেনজির তোপ বিজেপির
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কালো টাকা সাদা হলে ১৫ লক্ষ টাকা করে পাবেন প্রত্যেক দেশবাসী। কিন্তু নোটবন্দির পরেও সেই কথা স্রেফ ‘কথার কথা’ হয়েই থেকে গিয়েছে। এই কথাকে আক্ষরিক ভাবে নেওয়ার কিছু নেই, বলতে গিয়েই একসময় ‘জুমলা’ শব্দটি প্রয়োগ করেছিলেন অমিত শাহ। এবার সেই ইস্যু টেনেই অমিত শাহকে তোপ দাগলেন কপিল সিব্বল।