শক্তিগড়ে খুন বিজেপি-ঘনিষ্ঠ কয়লা মাফিয়া রাজু ঝা। তদন্তে বড় নাম ফাঁসের কারণেই মৃত্যু, তোপ দিলীপের। জয়েন্টে ব্যর্থ হলেও ডাক্তারি পড়া যেত মুখ্যমন্ত্রীর কোটায়। উদয়নের নিশানায় এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তালিকা প্রকাশের দাবিতে সরব কুণাল ঘোষও। মানহানি মামলায় এবার আইনি পদক্ষেপ রাহুল গান্ধীর। আবেদন করতে চলেছেন শাস্তি খারিজের। রেহাই গুজরাট হিংসায় খুন-গণধর্ষণে অভিযুক্ত ২৬ জনের। প্রয়াত ভারতীয় ক্রিকেটের প্রথম ‘অর্জুন’। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ সেলিম দুরানির।
হেডলাইন:
আরও শুনুন: 1 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- মমতার ধরনায় সুর নরম কেন্দ্রের, ১২০০ কোটি বকেয়া মেটানোর সিদ্ধান্ত
আরও শুনুন: 31 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- হাওড়ার অশান্তিতে বিজেপিকে দুষলেন মমতা, উদ্বেগ প্রকাশ শাহ-র
বিস্তারিত খবর:
1. শক্তিগড়ে প্রকাশ্য রাস্তায় শুট আউটে খুন বিজেপি-ঘনিষ্ঠ কয়লা মাফিয়া রাজেশ ওরফে রাজু ঝা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর সাতটি গুলি করে ফেরার হয় দুষ্কৃতীরা। শনিবার সন্ধ্যা নাগাদ শক্তিগড়ের বিখ্যাত একটি ল্যাংচা দোকানের সামনে আচমকা একটা গাড়ি থেকে কয়েকজন নেমে আসে। সেখানে দাঁড়িয়ে থাকা সাদা ফরচুনার গাড়ি লক্ষ্য করে কার্যত ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে পর ছয় থেকে সাতটা গুলিচালানো হয়। চালকের পাশের সিটে লুটিয়ে পড়েন রাজু। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। শক্তিগড় থানার পুলিশ এসে গুলিবিদ্ধ ব্যক্তি ও তাঁর সঙ্গীদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা গিয়েছে, সোমবারই দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল রাজুর। তাঁর পরিকল্পনা ছিল, শনিবার কলকাতায় এসে রাত কাটাবেন। রবিবার সন্ধের বিমানেই দিল্লি যাবেন, সোমবার হাজিরা দেবেন ইডি দপ্তরে। কিন্তু তার আগেই খুন রাজু। এ নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। নিহতের সঙ্গে কয়লা পাচার এবং গরু পাচারের যোগ রয়েছে বলেই অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা অর্জুন সিং জানিয়েছেন, দিলীপ ঘোষ ও তাঁর উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু। রাজুর মৃত্যুতে পালটা তোপ দেগেছেন দিলীপ ঘোষ। সিবিআই-এর কাছে বড় কোনও নাম ফাঁস করেছেন রাজু, সেই কারণেই খুন হতে হয়েছে তাঁকে। এমনটাই মত বিজেপি নেতার।
2. বাম জমানায় নিয়োগ দুর্নীতির অভিযোগে একের পর এক তোপ তৃণমূল শিবিরের। দুর্নীতি ইস্যুতে নিজের বাবা কমল গুহকে নিশানা করার পর এবার খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দিকে অভিযোগের আঙুল তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সেই আমলে মুখ্যমন্ত্রী কোটার সুবাদে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ে ভরতির সুযোগ পেয়েছিলেন কম যোগ্যতা সম্পন্ন অনেক ছাত্রছাত্রী, দাবি উদয়নের। আর তার উদাহরণ দিতে দিয়ে তিনি টেনে এনেছেন নিজের এলাকা দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর নাম। যাঁর ছেলে সেকেন্ড ডিভিশনে উচ্চমাধ্যমিক পাশ করেও জ্যোতি বসুর কোটায় ডাক্তার হয়েছেন বলে দাবি দিনহাটার বিধায়কের। এই ইস্যুতে এবার সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। “বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটায় ক’জন এবং কারা ডাক্তারি পড়েছিলেন?” প্রশ্ন তুলে সেই তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।