হায়দরাবাদের খাবার বললেই সবার প্রথমে বিরিয়ানির নাম মনে আসে। কিন্তু এই ব্যক্তি বিরিয়ানিপ্রেমীদের দলে পড়েন না মোটেই। বরং অন্য একটি খাবার তাঁর প্রিয়। আর তা এতটাই প্রিয় যে এক বছর ধরে সেই খাবারটিই প্রায় সাড়ে আট হাজার প্লেট অর্ডার করেছেন তিনি। কী সেই খাবার? আসুন, শুনে নেওয়া যাক।
সব মানুষেরই কোনও না কোনও পছন্দের খাবার থাকেই। কেউ মিষ্টি ভালবাসেন তো কেউ নোনতা। কিন্তু তা বলে সেই পছন্দের খাবার কিনতে কেউ এক বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলবেন, এমনটা সচরাচর শোনা যায় না। সেই অভিনব কাণ্ডটিই ঘটিয়ে ফেলেছেন এই ব্যক্তি। বছরভর তাঁর পছন্দের খাবারটি তিনি এতবার অর্ডার করেছেন যে, দেখা গিয়েছে তাঁর মোট বিলের পরিমাণ গুনে গুনে ৬ লক্ষ টাকা। আসলে তিনি তো আর এক দু প্লেট খাবারের অর্ডার দেননি। বছরের ৩৬৫ দিন জুড়ে মোট ৮,৪২৮ প্লেট খাবার অর্ডার করেছিলেন এই ব্যক্তি। খোদ খাবার ডেলিভারি সংস্থার তরফেই জানানো হয়েছে এই তথ্য। কিন্তু কী সেই খাবারটি, যা ক্রমাগত অর্ডার দিয়ে গিয়েছেন এই ব্যক্তি? নাহ, খুব দামি কিংবা দুষ্প্রাপ্য কোনও খাবার নয়। নেহাতই নিরামিষ ইডলি। এক বছর ধরে ৬ লক্ষ টাকার ইডলি অর্ডার করেছেন হায়দরাবাদের বাসিন্দা ওই ব্যক্তি।
আরও শুনুন: মশলাতেই বাজিমাত, বিশ্বের সেরা খাবারের তালিকায় পঞ্চম স্থান ভারতীয় খানার
হায়দরাবাদে এমনিতে দক্ষিণী খাবারের ছড়াছড়ি। ইডলি, দোসা, বড়া, কী নেই সেখানে! কিন্তু নিজামের দেশের সবচেয়ে বিখ্যাত খাবারটি নিঃসন্দেহে বিরিয়ানি। শখ করে অর্ডার করা খাবারের তালিকায় তাই বিরিয়ানি থাকবে, এমনটা ধরেই নেওয়া যেতে পারে। কিন্তু এই শহরের গড়পড়তা বাসিন্দাদের মতো সেদিকে হাঁটেননি এই ব্যক্তি। আসলে বিশ্ব ইডলি দিবস উপলক্ষে বছরভর ইডলি বিক্রির তালিকা প্রকাশ করেছিল একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। আর সেখানেই সবাইকে টেক্কা দিয়ে শীর্ষ স্থান দখল করেছেন এই ব্যক্তি। তবে সাদামাটা ইডলি খেতে গিয়েই যে কেউ এত লম্বা বিল বানিয়ে ফেলতে পারে, তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।