কেন্দ্রের বিরুদ্ধে হাতিয়ার নেতাজির স্লোগান। ধরনা থেকে ‘দিল্লি চলো’-র ডাক মমতার। মুখ্যমন্ত্রীর আগাম হুঁশিয়ারি সত্ত্বেও এড়ানো গেল না অশান্তি। রামনবমী উপলক্ষে অশান্তি বাধল হাওড়ায়। ধরনা থেকে ডিএ আন্দোলনকারীদের তোপ মমতার। ‘চোর-ডাকাত’ কটাক্ষের জেরে ৬ এপ্রিল কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের। বাম নেতা শতরূপ ঘোষকে আইনি নোটিস কুণালের। ‘শেখানো কথা’ নিয়ে শুভেন্দুর কটাক্ষের জবাব পার্থর। রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করার হুমকি ললিত মোদির।
হেডলাইন:
আরও শুনুন: 28 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- GST-তে সমর্থন ভুল হয়েছিল, সিঙ্গুরে স্বীকারোক্তি মমতার
বিস্তারিত খবর:
1. কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে টানা ৩০ ঘণ্টার ধরনা কর্মসূচি থেকে কেন্দ্রবিরোধিতার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই এই মঞ্চ থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও ধরনায় বসার সাহস রাখেন তিনি। আর শেষদিন আন্দোলনের ধার আরও বাড়াতে তিনি হাতিয়ার করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘দিল্লি চলো’ স্লোগান। বললেন, “নেতাজি, গান্ধীজি, আম্বেদকর, রবীন্দ্রনাথ, নজরুলকে ছবি হাতে নিয়ে আমরাও দিল্লি যেতে পারি।” একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি বলে মঞ্চ থেকে ফের সুর চড়ালেন মমতা। পাশাপাশি ধরনা মঞ্চ থেকে আরও একবার বিরোধী ঐক্যের বার্তা দিলেন তিনি। তাঁর কথায়, “আমি সব বিরোধী দলকে যেমন বলছি, তেমনই বুদ্ধিজীবী, ছাত্র, যুব সবাইকে বলছি– জোট বাঁধো।” এই ধরনার আগে একাধিক বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুখ্যমন্ত্রীর। যে ঘটনাকে বিরোধী ঐক্যে শান দেওয়া বলেই মনে করছিল রাজনৈতিক মহল। এবার রেড রোডের কেন্দ্রবিরোধী আন্দোলনের মঞ্চ থেকে ফের বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. একদিকে মুখ্যমন্ত্রীর ধরনা, আরেকদিকে রামনবমী। এই উৎসব ঘিরে রাজ্যের কোনও প্রান্তে যাতে কোনও অশান্তি না হয়, সেজন্য বারবার সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বৃহস্পতিবার ধরনামঞ্চ থেকেও তাঁর গলায় উদ্বেগের সুর শোনা গিয়েছিল। কিন্তু শত সতর্কবার্তা সত্ত্বেও নির্বিঘ্নে কাটল না রামনবমী। অশান্তির খবর এল হাওড়া থেকে। জানা গিয়েছে, এদিন হাওড়ায় শিবপুরের এক বসতি এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাচ্ছিল। মিছিলকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তাতেই বাঁধে অশান্তি। কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। আপাতত এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ধরনা শেষের আগেই সেই খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।