বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভূয়সী প্রশংসা বাংলার সংস্কৃতি ও ভাষার। রাষ্ট্রপতির কাছে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার আরজি মুখ্যমন্ত্রীর। শিশুকন্যা খুনে অগ্নিগর্ভ তিলজলা। বন্ডেল গেট, পার্ক সার্কাসে লাগাতার পথ ও রেল অবরোধ। ডিএ আন্দোলনের মাঝেই এবার সুখবর। বাড়ল সরকারি কর্মচারীদের ভাতা ও পেনশন। রাহুলের পাশে দাঁড়িয়ে দিল্লিতে একজোট বিরোধীরা। প্রধানমন্ত্রীকে তোপ খাড়গের। কংগ্রেস নেতাকে সরকারি বাংলো ছাড়ার নোটিস লোকসভার হাউজিং প্যানেলের।
হেডলাইন:
আরও শুনুন: 26 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- রাম-অস্ত্রেই বিজেপিকে পরিবারতন্ত্রের পালটা জবাব প্রিয়াঙ্কার
আরও শুনুন: 25 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- আদানি নিয়ে প্রশ্ন করবই, সাংসদ পদ খারিজের পরও অনড় রাহুল গান্ধী
বিস্তারিত খবর:
1. প্রথমবার বাংলা সফরে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার নেতাজি ভবন, জোড়াসাঁকো ঘুরে তিনি যোগ দেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে রাষ্ট্রপতির সামনে নৃত্য পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা। নৃত্যশিল্পীদের হাত ধরে ধামসা মাদলের তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনকী ধামসা বাজাতেও দেখা যায় তাঁকে। এদিন রাষ্ট্রপতির বক্তব্যে উঠে আসে বঙ্গ সংস্কৃতির কথা। স্মরণ করেন স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদানের কথাও। বাংলার আধ্যাত্মিক চেতনার উল্লেখ করে এদিন রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে কার্যত তুলে ধরেন বাংলার ইতিহাসকেই।
রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু , রামমোহন রায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা-সহ স্মরণীয় বঙ্গ কৃতীর নাম এদিন রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে। একইসঙ্গে বাংলা ভাষার প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। বাংলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের প্রশংসাতেও পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “‘সবাইকে সমান ভাবা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।” তবে দেশের সাংবিধানিক প্রধানকে কাছে পেয়ে সংবিধান রক্ষার আরজি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির সামনে এ রাজ্যের উন্নতি, সম্মান প্রাপ্তির খতিয়ান তুলে ধরে তিনি মনে করিয়ে দিলেন, গোটা দেশের সামনে বাংলা এখন মডেল। আর সেখানে দাঁড়িয়েই রাষ্ট্রপতির কাছে দেশের সমস্ত মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করার আরজি জানালেন মুখ্যমন্ত্রী।
2. শিশুকন্যাকে খুনের ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত তিলজলা, বন্ডেল গেট, পার্ক সার্কাস ও পিকনিক গার্ডেন। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার সূত্রপাত, তিলজলা এলাকার শ্রীধর রায় রোডে শিশুকন্যার মৃত্যু ঘিরে। রবিবার সকাল থেকে সাত বছরের ওই শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বস্তাবন্দী অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অলোক কুমার নামে এক যুবকের ফ্ল্যাট থেকে সেই বস্তাবন্দী শিশুর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ স্বীকারও করে ওই যুবক। বাবা হওয়ার আশায় তান্ত্রিকের নির্দেশে সে ওই শিশুকে খুন করেছে বলেই জানায়। অভিযুক্ত তান্ত্রিকের খোঁজ শুরু করেছে পুলিশ।
তবে এর প্রতিবাদে সোমবার দিনভর বন্ডেল গেট ও পার্ক সার্কাসে রেল অবরোধ করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অন্যদিকে, পিকনিক গার্ডেনেও পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল এলে, সেই গাড়ি লক্ষ্য করেও ইট ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এখনও উত্তেজনার রেশ পুরোপুরি কাটেনি বলেই খবর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।