বিয়ে হচ্ছে দুই কলেজ পড়ুয়ার। বিয়েতে আনন্দও করছে তাদেরই বন্ধুরা। এই ঘটনায় তেমন অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যদি বলি বিয়ের আয়োজন বসেছে কলেজের ভিতরে? ভাবছেন তো, কোথায় হয়েছে এমন কাণ্ড? আসুন শুনে নিই।
পাকিস্তানের এক কলেজের ভিতর আসর বসেছে বিয়ের। বিয়েতে নাচ গান হইহুল্লোড় করছে কলেজ পড়ুয়ারাই। বিয়েটা হচ্ছেও সেই কলেজেরই দুই সিনিয়ার ছাত্র-ছাত্রীর। কিন্তু অন্য কোথাও নয়, বিয়ের আসর বসেছে একেবারে কলেজের ভিতরেই। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বিয়ের মজলিশ? এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চটে লাল নেটিজেনদের একাংশ। এদিকে জানা গিয়েছে, আসলে সত্যি সত্যি বিয়ে করেননি কেউই। স্রেফ মজার জন্যই নাকি এই বিয়ের আয়োজন করা হয়েছিল।
আরও শুনুন: অফিসে ঘুমোলেও আপত্তি নেই সংস্থার, অভিনব ‘উপহারে’ সন্তুষ্ট কর্মীরাও
কী ঘটছে ঠিক?
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক বিয়ের ভিডিও। সমস্যার সূত্রপাত ওই ভিডিওটিকে ঘিরেই। ভিডিওটি দেখে এতটুকু বোঝার উপায় নেই, যে এই বিয়ে সম্পূর্ণভাবে নকল। আসলে কলেজের ফেস্টকে আরও মজাদার করে তুলতেই এহেন পরিকল্পনা করেছিলেন কলেজপড়ুয়া একদল তরুণ তরুণী। ঠিক হয়েছিল, কলেজেরই দুই সিনিয়র পড়ুয়ার বিয়ের আয়োজন করা হবে। অন্যান্য বিয়েতে ঠিক যেভাবে আনন্দ করা হয়, এই বিয়েতেও ঠিক তেমনটাই করেছিলেন অন্যান্য ছাত্রছাত্রীরা। তবে সেখানে কোনও ধর্মীয় নিয়মের বিন্দুমাত্র ছোঁয়া ছিল না। বিয়েবাড়ির কোথাও ওই দুই পড়ুয়ার বাড়ির লোকজনও ছিলেন না। শুধু কলেজের পড়ুয়ারাই নাচগান করে বিয়ের আনন্দে মেতে উঠেছিলেন। ঠিক যেভাবে সিনেমায় নকল বিয়ের দৃশ্য শ্যুট করা হয়, কলেজে আয়োজিত এই বিয়েতেও ঠিক তেমনটাই হয়েছিল। নিছক তামাশা হিসেবেই এই বিয়ের আসর বসিয়েছিলেন আয়োজকরা।
আরও শুনুন: সুমন যেন অমোঘ সংক্রমণ, বাঙালিকে আধুনিক উচ্চারণে বলতে শেখালেন ‘তোমাকে চাই’
তবে যতই নকল হোক, কলেজের ভিতর বিয়ে হচ্ছে দেখে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই রীতিমতো কটাক্ষ করেছেন ওই পড়ুয়াদের। কেউ কেউ আবার তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকের মনে করেছেন বিয়ে একটি পবিত্র অনুষ্ঠান, তাই এই নিয়ে মশকরা করা একেবারেই অনুচিত। তবে ভিডিও দেখে এই অভিনব উদ্যোগের প্রশংসাও করেছেন অনেক তরুণ তরুণীই। এমনকি তাঁদের কলেজেও এহেন আয়োজন করা হোক, এই মর্মে দাবি জানিয়েছেন একাধিক পড়ুয়া। সব মিলিয়ে, নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে এই ভিডিও, এ কথা বলাই যায়।