রাজ্যে ৪১ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। জমি অধিগ্রহণের জট কাটাতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মমতার হাত ধরেই রাজ্যে প্রত্যাবর্তন টাটা-র। ‘চাকরি খাবেন না’ মন্তব্যের জের। মুখ্যমন্ত্রীর নামে আদালত অবমাননার অভিযোগ, হাই কোর্টের দ্বারস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য। আইনজীবীদের আলোচনায় কাটল না জমি জট। জমি দখল করেছেন অমর্ত্য সেনের বাবা, দাবি বিশ্বভারতীর। বাড়ছে অহেতুক জটিলতা, পালটা অমর্ত্যর আইনজীবীর।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাজ্যে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পে বিনিয়োগ ও জমি অধিগ্রহণের জট কাটাতে শিল্পপতিদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন তিনি। আর সেখান থেকেই কর্মসংস্থান-সহ শিল্পের উন্নতি নিয়ে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে অধিগ্রহণের জন্য। তবে জোর করে জমি অধিগ্রহণ করবে না সরকার, আরও একবার তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ লক্ষ ১৪ হাজার লক্ষ কোটি টাকা ঋণ দেবে রাজ্য সরকার। এই ক্ষেত্রে ৪১ লক্ষ নয়া কর্মসংস্থান হবে। এদিকে কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে অন্তত ৩০ হাজার কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন মমতা। পাশাপাশি, মমতার হাত ধরেই ফের রাজ্যে ফিরছে টাটা গোষ্ঠী। ঝাড়খণ্ডের টাটানগর থেকে সংস্থা সরিয়ে এনে খড়গপুরে কারখানা খুলতে চলেছে টাটা হিতাচি, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে এদিন রাজ্যে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. এবার আদালত অবমাননার অভিযোগ উঠল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই। অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ আইনজীবীদের একাংশ। আগামিকালের মধ্যে হলফনামা পেশের নির্দেশ বিচারপতির।
মঙ্গলবার আলিপুর আদালতের এক অনুষ্ঠান থেকে চাকরি বাতিল ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। নিয়োগ বাতিলের কার্যত বিরোধিতা করেই তিনি বলেন, “কথায় কথায় লোকের চাকরি খাবেন না। এটা রাজনীতি নয়।” তাঁর মতে, “আইন অনুযায়ী তারা ভুল করে থাকলে তাঁদের সুযোগ দেওয়া হোক। দরকার হলে তাঁরা আবার পরীক্ষা দিক।” এর পালটা আইনজীবীদের দাবি, বেআইনি নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত চলছে। সমস্ত নথি যাচাই করে চাকরি বাতিলের নির্দেশ দিচ্ছেন বিচারপতিরা। সর্বোপরি মামলা এখনও বিচারাধীন। ফলে এ প্রসঙ্গে কোনও মন্তব্য করা যায় না। আইনজীবীদের বক্তব্যের পরই হলফনামা পেশ করতে বলেন বিচারপতি। হলফনামা পেশের পর মামলা গ্রহণ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেবে আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।