স্ত্রী বড্ড বেশি ঘুমোন। বাড়ির কোনও কাজই করেন না। এমনই অভিযোগ এনে তাঁর নামে হেনস্তার অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। তবে শুধু তাঁর স্ত্রী নয়, শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের নামেও থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঠিক কী কী অভিযোগ এনেছেন ওই ব্যক্তি? শুনে নিন।
যখন-তখন ঘুমিয়ে পড়েন স্ত্রী। দিনের বেশিরভাগ সময় সেভাবেই কাটে তাঁর। তাতেই বেজায় চটেছেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। একেবারে থানায় গিয়ে স্ত্রী-র নামে হেনস্তার অভিযোগ দায়ের করেছেন তিনি। শুধু তাই নয়, অভিযোগের তালিকায় যোগ করেছেন শ্বশুর-শাশুড়ির নামও।
আরও শুনুন: অস্কারজয়ী ‘নাটু নাটু’ অপছন্দ অনেকেরই, নেটদুনিয়ার সমালোচনা দিচ্ছে কীসের ইঙ্গিত?
ঘটনার মুখ্য চরিত্র কামরান খান। বেঙ্গালুরুর এই ব্যক্তিই স্ত্রী-র বিরুদ্ধে এমন অদ্ভুত অভিযোগ করেছেন। তাঁর স্ত্রী আয়েশা নাকি দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটান। ওই ব্যক্তির অভিযোগ, আয়েশা রাতে ঘুমিয়ে পরিদিন বেলা সাড়ে ১২-টার পর ঘুম থেকে ওঠেন। আবার বিকেলে ৫-টায় ঘুমোলে ওঠেন রাত্রি সাড়ে ন-টার পর। বলা বাহুল্য, সারাদিনে প্রায় ১৬-১৭ ঘণ্টাই ঘুমিয়ে কাটান ওই মহিলা। ফলে বাড়ির সব কাজই করতে হয় কামরানের বৃদ্ধা মা-কে। বিয়ের পর দীর্ঘ পাঁচ বছর ধরে এমনটা করে আসছেন আয়েশা। এতদিন কার্যত সবকিছু সহ্য করতেন তিনি। কিন্তু সম্প্রতি আয়েশা ও তাঁর বাড়ির লোক রীতিমতো মানসিক সমস্যার কারণ হয়ে উঠেছিল কামরানের। তাই তাঁদের সবার বিরুদ্ধে সরব হতে বাধ্য হয়েছেন তিনি। স্থানীয় থানায় আয়েশা ও তাঁর বাপের বাড়ির সদস্যদের নামে হেনস্তার অভিযোগ দায়ের করেছেন কামরান। তাঁর অভিযোগের ভিত্তিতে আয়েশার বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
আরও শুনুন: ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর অস্কার জয় ভাবাবে মোদি সরকারকেও, মত জয়রাম রমেশের
যদিও শুধুমাত্র ঘুম নয়। আয়েশার নাকি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও ছিল। যা বিয়ের সময় কার্যত লুকিয়ে গিয়েছিল তাঁর পরিবার। অন্যদিকে সামান্য কোনও ঘটনা নিয়েও স্বামীর সঙ্গে রীতিমতো ঝগড়া করতেন তিনি। সব মিলিয়ে স্ত্রী-র মানসিক অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিলেন কামরান। তাই বাধ্য হয়েই এমন কাজ করেছেন বলেই পুলিশের কাছে কবুল করেছেন ওই ব্যক্তি।