অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয় ভারতের। সেরা মৌলিক গানে শিরোপা ‘নাটু নাটু’-র, ডকুমেন্টারি শর্ট ফিল্মেও এল খেতাব। কলকাতায় আসছেন অখিলেশ যাদব। সাক্ষাতের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রকাশ্যে গ্রুপ সি-র পরীক্ষার্থীদের ওএমআর শিটে দেদার কারচুপির হদিশ। এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ SSC গ্রুপ সি’র ৮৪২ চাকরিহারা। নন্দীগ্রামে ‘গণহত্যা দিবসে’ পালনে সভার অনুমতি পেলেন শুভেন্দু। বর্ডার গাভাসকর ট্রফি থাকল ভারতের দখলেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 12 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- শুভেন্দুর সুপারিশে চাকরি ১৫০ জনের, নথি দেখিয়ে তদন্তের দাবি কুণালের
আরও শুনুন: 11 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- মিলল বিপুল সম্পত্তির হদিশ, ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু
বিস্তারিত খবর:
1. অস্কারের মঞ্চে ইতিহাস গড়ল ভারত। বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল ‘RRR’ সিনেমার গান ‘নাটু নাটু’। আর শুধু তাই নয়, সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্টের অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। টুইট করে দুটি ছবির কলাকুশলীদেরই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। এর আগে গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে এমএম কিরাবাণীর সুরে ‘নাটু নাটু’ গানটি। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। আর এবার ৯৫তম অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জিতে নিল এই গান। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ” ‘নাটু নাটু’ গানটির জনপ্রিয়তা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটা এমন একটা গান, যা বহু বহু বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এমএম কিরাবাণী এবং গোটা টিমকে অভিনন্দন এত বড় সম্মান জেতার জন্য।” এদিকে ‘বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম’ বিভাগে অস্কার পাওয়া ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবিটি তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেস। অস্কারের মঞ্চ থেকে মাতৃভূমি ভারতের উদ্দেশেই এই পুরস্কার উৎসর্গ করেছেন তিনি। এই দুই ছবির হাত ধরেই এবার অস্কারের মঞ্চে জোড়া সাফল্য পেল দেশ।
2. সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন যোগ দিতে কলকাতা আসছেন অখিলেশ যাদব। সেখানেই তাঁর সঙ্গে দেখা হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন, “১৮ আর ১৯ তারিখ দলের জাতীয় সম্মেলন। ১৭ তারিখই কলকাতায় পৌঁছে যাবেন অখিলেশ। ওইদিন দলের সবার সঙ্গে একটা বৈঠক করবেন তিনি। এরপর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন সমাজবাদী পার্টির নেতা।” দু’জনের মধ্যে লোকসভা ভোট, বিরোধী জোট নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহের শেষে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল বিরোধী বৈঠক ডেকেছেন দিল্লিতে। সেখানে আমন্ত্রিত তৃণমূল সুপ্রিমো। এছাড়া বিরোধী ৮ দলের নেতানেত্রীদেরও আহ্বান জানানো হয়েছে। দিল্লির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে তার আগে কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠকে বিরোধী ঐক্য নিয়ে একপ্রস্ত আলোচনা হয়ে যাবে বলেই মত রাজনৈতিক মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।