খুদেদের মধ্যে বাড়ছে নীল ছবি দেখার নেশা। এই অনুমানেই ১৪ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল। তার উত্তর যা এল, তাতে হতবাক প্রায় সকলেই। তিন বছর বয়সে নাকি প্রথম নীল ছবি দেখেছে এক খুদে! শুধু এই উত্তরই নয়, খুদেদের মধ্যে নীল ছবির নেশা যেভাবে ছড়াচ্ছে তা বিপজ্জনক ইঙ্গিতই দিচ্ছে সমাজকেও। আসুন শুনে নিই, আর ঠিক কী কী উঠে এল এই সমীক্ষায়।
বাড়ছে নীল ছবি দেখার নেশা। আর সে নেশায় খুব কম বয়স থেকেই জড়িয়ে যাচ্ছে বহু খুদে। কম বয়সের মাত্রাটাও রীতিমতো শঙ্কাজনক। ১৪ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে করা এক সমীক্ষার ফলাফল জানাচ্ছে, গড়ে ১২ বছর বয়স থেকেই খুদেরা ঢুকে পড়ছে নীল ছবির দুনিয়ায়। তবে এই সমীক্ষার সবথেকে অবাক করা বিষয়টি হল, এক খুদে স্বীকার করেছে যে, তিন বছর বয়সেই পর্ন ছবির সঙ্গে তার প্রথম পরিচয়। স্বাভাবিক ভাবেই, এই ফলাফল যথেষ্টই শঙ্কিত করে তুলেছে অভিভাবকদের।
আরও শুনুন: স্ট্রেস থেকে মুক্তি হস্তমৈথুনেই! ব্রিটিশ পুরুষ-মহিলাদের মধ্যে সমীক্ষা দিচ্ছে ইঙ্গিত
১৪-১৮ বছর বয়সিদের উপর এই সমীক্ষাটি করে ‘ডিগনিফাই’ নামে এক সংস্থা। হাজার চারেক খুদেদের বেছে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। তাদের কাছে জানতে চাওয়া হয়, প্রথম পর্ন ছবি তারা কত বছর বয়সে দেখেছে? যা উত্তর মিলেছে, তাত দেখা যাচ্ছে সমীক্ষায় অংশগ্রহণকারী ২২ শতাংশ খুদেই পর্ন দেখার কথা স্বীকার করে নিয়েছে। মোটামুটি গড়ে ১২ বছর বয়স থেকেই এই দেখার সূত্রপাত। প্রতি পাঁচ জনে এক জন জানাচ্ছে যে, তারা প্রায়ই নীল ছবি দেখে। এর মধ্যে প্রতি দশ জনে এক জন রীতিমতো আসক্ত। আর চমকপ্রদ উত্তরটি হল এক খুদের স্বীকারোক্তি। সে জানিয়েছে, তিন বছর বয়সেই সে প্রথম পর্ন ছবি দেখেছিল। ফলত খুদেদের মধ্যে পর্ন ছবির আসক্তি যে রীতিমতো বাড়ছে, এই সমীক্ষায় তা স্পষ্ট। বিশেষত খুব অল্প বয়সেই যে এখনকার খুদেরা পর্ন ছবির সঙ্গে পরিচিত হয়ে উঠেছে, তা-ও গোপন কথা কিছু নয়। এই তথ্যে যেমন উদ্বিগ্ন সমীক্ষকরা, তেমনই হতবাক গোটা বিশ্ব। তিন বছর বয়সে যদি পর্ন ছবির সঙ্গে কারও পরিচয় হয়, তবে সমাজকে তা একটা বিপদবার্তাই দেয় বলে মনে করছেন অনেকে। অল্প বয়সে দেখা পর্ন ছবির বিষয়বস্তু অনেকসময়ই যৌন প্রবৃত্তিকেও প্রভাবিত করছে। অর্থাৎ বড় হয়ে ছবির মতোই যৌনতা অনুশীলন করতে চাইছে অনেকে, যার ফলে ক্রমাগত বাড়ছে যৌন অপরাধের ঘটনাও। অভিভাবকদের অজ্ঞাতেই খুদেরা পর্ন দুনিয়ায় প্রবেশ করছে, যা আরও উদ্বেগের। সমীক্ষাকারী সংস্থার সিইও হেলেন রবার্ট জানিয়েছেন, সমীক্ষায় অংশগ্রহণকারী অনেকেই হয়তো পর্ন দেখার কথা স্বীকার করেনি। তা ধরলে, অল্প বয়সে পর্ন দেখা খুদের সংখ্যা আরও বাড়বে। সব মিলিয়ে এই সমীক্ষা যে অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে তা বলাই যায়। ঠিক কেন এত কম বয়সে এই ধরনের ছবির সঙ্গে পরিচিত হচ্ছে খুদেরা, আর কোন পথে তার মোকাবিলা করা সম্ভব- তা সম্মিলিত ভাবে খুঁজে না বের করলে, অপরাধের ঘটনা আরও বাড়বে বই কমবে না। এই সমীক্ষার মূল বিপদের ইঙ্গিত কিন্তু সেইখানেই লুকিয়ে।