ডিএ ধর্মঘটে থামল না সরকারি কাজ, দাবি নবান্নের। ধর্মঘটীদের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির জালে কুন্তল-ঘনিষ্ঠ যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি-তে ৮৪২ কর্মীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ খুদের। গাফিলতির অভিযোগে স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান বিজেপির। গ্রেপ্তার অগ্নিমিত্রা-সহ একাধিক কর্মী। এসএফআই-এর মিছিল ঘিরে শহর জুড়ে ধুন্ধুমার। অনুব্রত মণ্ডলকে ১১ দিনের হেফাজতের নির্দেশ দিল্লির আদালতে।
হেডলাইন:
আরও শুনুন: 9 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- গাড়ি কেনার টাকা দেন কুন্তল, ইডির জেরায় স্বীকার অভিনেতা বনি সেনগুপ্তের
বিস্তারিত খবর:
1. ডিএ আদায়ের দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের যৌথমঞ্চ। কিন্তু সরকারি অফিসে তার প্রভাব পড়ল না বলেই দাবি নবান্নের। নজরদারির জন্য শুক্রবার আরও কড়া নিয়ম জারি করেছিল রাজ্য প্রশাসন। অফিসে ঢোকা এবং বেরনোর সময়ের পাশাপাশি সারাদিনের আরও দু’বার হাজিরা খাতায় সই করার নির্দেশ দেওয়া হয়। সেই অ্যাটেনডেন্স শিট মোতাবেক দেখা গিয়েছে, বেশিরভাগ সরকারি দপ্তরেই কর্মীদের উপস্থিতির হার ৯০ শতাংশের বেশি। মুখ্যমন্ত্রীর দপ্তরে ১০০ শতাংশ কর্মীই আজ উপস্থিত ছিলেন, কাজও করেছেন। যদিও ধর্মঘটকারী যৌথ সংগ্রামী মঞ্চের অভিযোগ, “বিভিন্ন সরকারি অফিসে হাজিরা খাতায় কর্মীদের সই জাল করে উপস্থিতির হার বেশি দেখানো হয়েছে। আমাদের কাছে নির্দিষ্ট ভাবে খবর এসেছে। যে যে দপ্তরের এই জালিয়াতি হয়েছে, তাঁদের বিরুদ্ধে, আধিকারিকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে বজবজের চড়িয়াল সেতু উদ্বোধন করতে গিয়ে, ডিএ আন্দোলনকারীদের খোঁচা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্পষ্ট বক্তব্য, “আজ ১০ মার্চ, একদিকে ডিএ আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছেন। তাঁদের মৌলিক অধিকার। ডাকতেই পারেন। আমি মনে করি কর্মনাশা বনধ মানুষ সমর্থন করেন না। সেই দিনই সরকারি মঞ্চ থেকে ৫২ কোটি টাকা দিয়ে একটা ব্রিজের উদ্বোধন হল। এটাই ডায়মন্ড হারবার মডেল।” একইসঙ্গে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মীদের কুর্নিশ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
2. নিয়োগ দুর্নীতিতে জারি ধরপাকড়। এবার ইডি’র জালে কুন্তল ঘোষ ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হল তাঁকে। নেতার বলাগড়ের বাড়িতে তল্লাশিও চালানো হল একটানা ২০ ঘণ্টা ধরে। সূত্রের খবর, স্কুলের চাকরি বিক্রির ক্ষেত্রে টাকা দেওয়ার ‘রেট’ বেঁধে দিতেন শান্তনু।
এদিকে এসএসসি গ্রুপ সি’র মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল হাই কোর্ট। শুক্রবার সুপারিশপত্র ছাড়া এসএসসি গ্রুপ সি’র ৫৭ জনের চাকরি নিয়ে বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ দেন ওই ৫৭ জনের নামের তালিকা প্রকাশের। হাই কোর্টের নির্দেশের ঘণ্টাদুয়েকের মধ্যেই তালিকা প্রকাশ করে এসএসসি। তারপরই ওই ৫৭ জনের চাকরি বাতিল করে আদালত। পাশাপাশি গ্রুপ-সি পদে আরও ৭৮৫ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই শূন্যপদে আগামী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের নির্দেশ বিচারপতির। আগামী ১৬ মার্চের মধ্যে গ্রুপ সি-তে চাকরি পাওয়া সব ব্যক্তির নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদ। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।