রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক ইউনেস্কো। চিঠি পেয়েই পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ইডি হেফাজতে টানা জেরা অনুব্রত মণ্ডলকে। সায়গলকে প্রতি মাসে ৫ কোটি ‘প্রোটেকশন মানি’ দিতেন অনুব্রত। অ্যাডিনো নিউমোনিয়ার জোড়া ফলায় বিপর্যস্ত বাংলা। প্রথমবার বায়ুসেনা ইউনিটের নেতৃত্বে মহিলা। নারীদের সম্মানে উদ্যোগ এয়ার ইন্ডিয়ারও। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি শান্তিনিকেতন ট্রাস্টের।
হেডলাইন:
আরও শুনুন: 7 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- মিলল হাসপাতালের ছাড়পত্র, অনুব্রতকে দিল্লিতেই নিয়ে গেল ইডি
আরও শুনুন: 6 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ‘এর বেশি ডিএ নয়’, সরকারি কর্মীদের আন্দোলনের পালটা জবাব মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. শিক্ষাব্যবস্থা নিয়ে লাগাতার সমালোচনার মধ্যেই নয়া পালক রাজ্যের মুকুটে। রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চেয়ে চিঠি দিল ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং। সূত্রের খবর, এই প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। চলতি সপ্তাহেই দু’পক্ষের মধ্যে বৈঠক হতে পারে বলে খবর।
দেশ-বিদেশে শিক্ষাপ্রসারের কাজ করে থাকে ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং। বিশেষত প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বুনিয়াদি শিক্ষা সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কী প্রয়োজন, সেই বিষয় সুপারিশ ও পরামর্শ দিয়ে থাকে তারা। এবার সেই আন্তর্জাতিক সংস্থা জুড়তে চলেছে বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে। জানা গিয়েছে, বাংলার বুনিয়াদি শিক্ষার সঙ্গেই যুক্ত হতে ইচ্ছুক এই আন্তর্জাতিক সংস্থা। রাজ্যের চালু করা সামাজিক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে তারা। আর ইউনেস্কোর চিঠি পেয়েই এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী।
2. হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে হেফাজতে পাওয়ার পর কালক্ষেপ না করে বুধবার সকাল থেকেই তাঁকে জেরা করা শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনামুল হক, সায়গল হোসেন, মণীশ কোঠারিদের বয়ানকে হাতিয়ার করেই জেরা করা হচ্ছে তৃণমূল নেতাকে। ইডি সূত্রে খবর, দেহরক্ষী সায়গল হোসেনকে মাসে মাসে ৫ কোটি টাকা ‘প্রোটেকশন মানি’ দিতেন অনুব্রত মণ্ডল। বাধাবিঘ্ন এড়িয়ে নিরাপদে বীরভূম সীমান্ত থেকে যাতে বাংলাদেশে গরু পৌঁছে যায়. তা দেখার দায়িত্ব ছিল সায়গল ও তাঁর বাহিনীর। বীরভূমের এক হাটে সপ্তাহে ১৫-২০ কোটি টাকার গরু কেনাবেচা হত। কেনাবেচার টাকার পরিমাণের উপরই নির্ভর করত ‘প্রোটেকশন মানি’-র পরিমাণ। প্রতি ১৫ দিন বা কখনও কখনও ১ মাস অন্তর সেই টাকা সায়গলের অ্যাকাউন্টে জমা পড়ত। ব্যবসার টাকা যেত গরু পাচার চক্রের কিংপিন এনামুল হকের কাছেও। অনুব্রতর পরামর্শেই তিনি আবার সেই টাকা বিনিয়োগ করতেন কয়লা, পাথরের খাদানের অবৈধ ব্যবসাতেও। এভাবেই অনুব্রতর সাহায্যে ফুলেফেঁপে উঠেছিলেন এনামুল, দাবি ইডির। সূত্রের খবর, গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতাকে জেরা করতে দুঁদে আইপিএস আধিকারিকদের নিয়ে টিম তৈরি হয়েছে। ৬ সদস্যের টিমের নেতৃত্বে রয়েছেন ইডির স্পেশ্যাল ডিরেক্টর সোনিয়া নারাং। তালিকায় রয়েছেন ডিরেক্টর রাজেশ কুমার মিশ্র, আইও পঙ্কজকুমার-সহ আরও ৩ জন। জানা গিয়েছে, বিচারপতির নির্দেশ অনুযায়ী এদিন দৈনিক স্বাস্থ্যপরীক্ষা করাতে অনুব্রতকে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার আগে ও পরে তৃণমূল নেতাকে টানা জেরা করেছেন ইডি আধিকারিকেরা। পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করে রাখা হচ্ছে বলে খবর ইডি সূত্রে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।