সাগরদিঘিতে ধাক্কা তৃণমূলের। উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। বিজেপির ভোটেই জয়, তোপ দেগে লোকসভায় বাম-কংগ্রেসের হাত ধরতে নারাজ মমতা। ত্রিপুরা এবং নাগাল্যান্ডের নির্বাচনে সাফল্য বিজেপির। মেঘালয়ে সংখ্যাগরিষ্ঠতা এনপিপি-র, ভাল ফল তৃণমূলের। জয়ী তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা অভিষেকের। অ্যাডিনো-নিউমোনিয়ার জোড়া ফলায় জেরবার বাংলা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, আশ্বাস মুখ্যমন্ত্রীর। অ্যাডিনো ভাইরাসের বলি ২ শিশু, দাবি মমতার। প্রাথমিক নিয়োগ মামলায় ফের ইডি, সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ফের জেল হেফাজতে পার্থ-সহ বাকি ধৃতরা।
হেডলাইন:
আরও শুনুন: 1 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ৩ রাজ্যের ভোট মিটতেই লাফিয়ে বাড়ল গ্যাসের দাম, কেন্দ্রকে তোপ বিরোধীদের
বিস্তারিত খবর:
1. সাগরদিঘিতে ধাক্কা তৃণমূলের। কংগ্রেস শিবিরে অক্সিজেন জুগিয়ে বিধানসভা উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। কংগ্রেস পেয়েছে ৮৭ হাজার ৬১১টি ভোট। আর তৃণমূল পেয়েছে ৬৪ হাজার ৬৩১। শাসকদলের পাশাপাশি এই উপনির্বাচনে ধাক্কা খেল গেরুয়া শিবিরও। ২৫ হাজার ৭৯৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি।
রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে উপনির্বাচন হয়েছে সাগরদিঘিতে। তৃণমূলের তরফে প্রথমে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম ভাসলেও শেষ পর্যন্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থীপদে দাঁড় করানো হয়। বামেরা প্রার্থী না দিলেও সমর্থন জুগিয়েছে কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাসকেই। যদিও এই জোটকে অনৈতিক বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ভোটে জিতেছে কংগ্রেস, দাবি মমতার। এই পরিস্থিতিতে তাঁর সাফ দাবি, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একা লড়বে তৃণমূল। তাঁর কথায়, বাম-কংগ্রেস নয়, লোকসভায় মানুষের সঙ্গে জোট করে লড়বে তৃণমূল। তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণার ফলে চব্বিশে বিজেপি বিরোধী জোটের সম্ভাবনা ভেস্তে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তর-পূর্বের ভোটে একদফা ক্ষমতা পরীক্ষা রাজনৈতিক দলগুলির। আর তাতেই দেখা গেল, মেঘালয়ে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলেও বাকি দুই রাজ্যের নির্বাচনে বিজেপির জয়জয়কার। ত্রিপুরায় বিজেপির আসন কমলেও সেখানে শেষ হাসি হাসল গেরুয়া শিবিরই। এদিকে মেঘালয়ে প্রথমবার লড়াই করে আশাপ্রদ ফল তৃণমূলের।
নাগাল্যান্ডে আফস্পা ইস্যুতে বিক্ষোভের ছাপ পড়ল না নির্বাচনে। ক্ষমতা রইল শাসক বিজেপি, এনডিপিপি জোটের দখলেই। ৩৭টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেল এই জোট। মেঘালয়ে ২৫টি আসনে জিতে সরকার গড়ার দৌড়ে এগিয়ে কনরাড সাংমার দল এনপিপি। বিজেপির দখলে মাত্র ৩টি আসন। তবে ৫টি করে আসনে জয়ী তৃণমূল ও কংগ্রেস। জয়ী তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে ত্রিপুরায় কোনওক্রমে গড় রক্ষা বিজেপির। জোট গড়েও হারানো জমি পুনরুদ্ধারে ডাহা ফেল সিপিএম। কিন্তু নাটকীয় উত্থান ঘটেছে নতুন রাজনৈতিক দল তিপ্রা মথার। দুই প্রধান শিবিরের ভোটব্যাংকে থাবা বসাল প্রদ্যোৎ বিক্রম মাণিক্যের দল। ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৩৩টিতে জয়ী বিজেপি। ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন ডাঃ মানিক সাহা। বাম-কংগ্রেস জোটের ঝুলিতে এসেছে ১৪টি আসন ও ১৩টি আসনে জয় পেয়েছে তিপ্রা মথা। ২৮ টি আসনে প্রার্থী দিলেও ত্রিপুরায় খাতা খুলতে ব্যর্থ তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।