দেশের মানুষের সুখ-সুবিধার দিকে প্রধানমন্ত্রী নজর রাখবে, এ কথা স্বাভাবিক বটে। তবে প্রত্যেকদিনের ঝুটঝামেলা যে তিনি নিজে হাতে এসে মেটাবেন, এরকম আবদার করা নেহাতই ছেলেমানুষি। ঠিক সেই কাজটিই করলেন এক ব্যক্তি। বিমান ধরতে গিয়ে তাঁর ভোগান্তির জন্য দুষলেন স্বয়ং প্রধানমন্ত্রীকে। কিন্তু ঠিক কী ভোগান্তির শিকার হয়েছেন ওই ব্যক্তি? আসুন শুনে নিই।
আন্তর্জাতিক উড়ান ধরার কথা এক ব্যক্তির। টিকিটে যেমন লেখা ছিল, সেইমতোই পৌঁছেছিলেন বিমানবন্দরের নির্দিষ্ট জায়গায়। কিন্তু বিমান ছাড়ল অন্য জায়গা থেকে। আর তার জন্য বেশ ভোগান্তিই সহ্য করতে হল এক ব্যক্তিকে। আর তার জন্য সব রাগ গিয়ে পড়ল খোদ প্রধানমন্ত্রীর উপরেই।
আরও শুনুন: ১০০ সন্তানের বাবা হওয়াই লক্ষ্য! ৬০ বছরে ২৬ বার বিয়ে পাকিস্তানের ব্যক্তির
ঘটনাটি মুম্বই বিমানবন্দরের। মুম্বই থেকে বেঙ্গালুরুগামী একটি বিমান ঘিরেই সমস্যার সূত্রপাত। অভিযোগকারী উজ্জ্বল ত্রিবেদী নামে ওই ব্যক্তির দাবি, বেশ কিছুদিন আগেই বিমানের টিকিট কেটেছিলেন তিনি। ভাল করে দেখে নিয়েছিলেন টিকিট। আন্তর্জাতিক উড়ান যেখান থেকে ছাড়ার কথা, সেই টার্মিনালেরই উল্লেখ ছিল টিকিটে। সেই মতো তিনিও বিমানবন্দরের সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন, বিমানটি ওই জায়গা থেকে ছাড়বে না। উড়ানের জায়গা বদলে গিয়েছে। একথা শুনেই নিজের টিকিট দেখান উজ্জ্বল। যা দেখার পর বিমানবন্দরের কর্মীরা তাঁকে আশ্বস্ত করে বলেন, ঘাবড়ানোর কিছু নেই, তাঁকে বিনামূল্যে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। বরং তাঁকে বলা হয় বাইরে বেরিয়ে অন্য কোনও ব্যবস্থা করে নিতে। ততক্ষণে বিমান ছাড়ার সময় হয়ে গিয়েছে। বাধ্য হয়েই নিজেই ব্যবস্থা করে উড়ান ছাড়ার জায়গায় তিনি পৌঁছান বটে, কিন্তু ঘটনায় তিতিবিরক্ত হন ওই ব্যক্তি।
আরও শুনুন: বয়স মোটে ১১ বছর, শুধু খেলনা বিক্রি করেই মাসে ১.১ কোটি আয় খুদের
একটি ভিডিও করে নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করেছেন তিনি। তবে তাঁর মূল অভিযোগের তির প্রধানমন্ত্রীর দিকেই। বলা যায়, হেনস্তার দরুন সব রাগ গিয়ে পড়েছে মোদির উপরেই। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, দেশের যে কোনও সাফল্যে প্রধানমন্ত্রী এগিয়ে আসেন। সমস্ত কৃতিত্ব নিজেই নেন তিনি। কিন্তু দেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত কত সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে, সে খেয়াল রাখেন না মোদি। তিনি উল্লেখ করেছেন জি-২০ সামিটের কথাও। এই উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের কটাক্ষও করেছেন তিনি। এখানেই ক্ষান্ত হননি অবশ্য, টুইট করে ওই বিমান সংস্থার বিরুদ্ধেও অভিযোগ এনেছেন উজ্জ্বল। যার উত্তর দিয়েছে বিমান কর্তৃপক্ষও। তাঁরাও পালটা টুইটে উজ্জ্বলের ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছেন। অন্যদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও। অনেকেই বিমানবন্দরে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে দেখা যাচ্ছে, উজ্জ্বল একা নন, অব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর উপর রুষ্ট অনেকেই। এই সুযোগে মোদির বিরুদ্ধে তোপ দাগতেও ছাড়েননি তাঁরাও।
My experience with @AkasaAir pic.twitter.com/emDyT5IzpS
— Ujjawal Trivedi (@iujjawaltrivedi) February 22, 2023