নওয়াজউদ্দিন সিদ্দিকির নামে একাধিক অভিযোগ। প্রিয় অভিনেতা নওয়াজকে যাঁরা মনের মণিকোঠায় বসিয়েছিলেন, তাঁদের যেন স্বপ্নভঙ্গই হয়েছে বলা যায়। হয়তো নওয়াজের অভিনয় সকলে আবার দেখবেন, কিন্তু মানুষটিকে কি মন থেকে একই রকম শ্রদ্ধা করতে পারবেন? প্রশ্ন থেকেই যায়। আর সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর-এক প্রশ্ন, প্রিয় একজন সৃষ্টিশীল ব্যক্তি কি সত্যিই প্রিয় একজন মানুষ হয়ে উঠতে পারেন? উত্তরের খোঁজে শঙ্খ বিশ্বাস।
নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই প্রজন্মের সেরা অভিনেতাদের একজন। তার অভিনয়ে মুগ্ধ নন এরকম মানুষ প্রায় বিরল। শুধু তাঁর অভিনয়ক্ষমতাই নয়, অভিনেতা হওয়ার জন্য যে কঠিন লড়াই তাঁকে লড়তে হয়েছে, অর্থাৎ তাঁর জীবন-সংগ্রাম বা স্ট্রাগল, এ সম্পর্কেও আমরা কিন্তু সকলেই বেশ অবগত। তাঁর সেই সংগ্রাম নিশ্চিতভাবে উদবুদ্ধ করে অনেক উঠতি অভিনেতাকেও। যাঁরা স্বপ্ন দেখে একদিন সব বাধা কাটিয়ে নওয়াজের মতো প্রতিষ্ঠিত হবেন। তাই অনেকের কাছেই তিনি রোল মডেল।
আরও শুনুন: Audio Blog: কর্মহীনতা কি ক্রমে মহামারীর রূপ নিতে চলেছে বিশ্বে?
এই পর্যন্ত কোনও অসুবিধা নেই। সমস্যা শুরু হয় এর পরেই। আমরা যারা সাধারণ মানুষ, তারা যখন কাউকে রোল মডেল ভাবতে শুরু করি, তাকে সেই রোলে মডেল থেকে ভগবান বানাতে খুব বেশি সময় কিন্তু আমরা নিই না। সেই তথাকথিত ভগবানের বিন্দুমাত্র সমালোচনাও আমরা সহ্য করতে পারি না। যেন আমার রোল মডেল-কে খারাপ বলা মানে আমার হার, বা আমাকে খারাপ বলা। ঠিক এই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নওয়াজউদ্দিনের জীবনের ঘটনার দিকে চোখ রাখা। সম্প্রতি নাওয়াজউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগের আঙুল তুলেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। তাঁদের দাম্পত্য কলহের জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
আরও শুনুন: এই বয়সেও ‘স্ট্রাগল’ করছেন ধর্মেন্দ্র? প্রশ্ন ফ্যানের, জবাবে বাজিমাত অভিনেতার
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক কথাই জানিয়েছেন তিনি, এমনকী তাঁর লুকিয়ে তোলা একটি ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে তাঁর আর নওয়াজের কথোপকথন দেখা ও শোনা যাচ্ছে। যিনি প্রিয় অভিনেতা তাঁর বিরুদ্ধে যে যে অভিযোগের বহর উঠেছে তাতে অবাক তাঁর ফ্যানেরা। স্ত্রী-র পর নওয়াজের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর পরিচারিকাও। এবং প্রায় প্রত্যেকটি অভিযোগই জানান দিচ্ছে যে, অভিনেতার জ্ঞাতসারেই হয়েছে হেনস্তা। যদিও অভিযোগ সত্য কি-না, তা তো শেষ পর্যন্ত বিচারাধীন বিষয়। কিন্তু সংকট এখানে ভক্তদের। যা রটে তার কিছু তো বটে! এই যদি ধরে নেওয়া হয়, তাহলে প্রিয় অভিনেতা নওয়াজকে যাঁরা মনের মণিকোঠায় বসিয়েছিলেন, তাঁদের কিন্তু স্বপ্নভঙ্গই হয়েছে বলা যায়। হয়তো নওয়াজের অভিনয় সকলে আবার দেখবেন, কিন্তু মানুষটিকে কি মন থেকে একই রকম শ্রদ্ধা করতে পারবেন! প্রশ্ন থেকেই যায়। আর সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর-এক প্রশ্ন, প্রিয় একজন সৃষ্টিশীল ব্যক্তি কি সত্যিই প্রিয় একজন মানুষ হয়ে উঠতে পারেন? নওয়াজের ঘটনা আমাদের সেই প্রশ্নের দিকেই আরও বেশি করে ঠেলে দিচ্ছে।